এ বছর গ্র্যামি পুরস্কারের মঞ্চে “মিডনাইটস”-এর জন্য বছরের সেরা অ্যালবামের খেতাব জয় করলেন টেইলর সুইফট। এই বিভাগে চার বার গ্র্যামি জয় করে তিনি সব রেকর্ড ভেঙে দিয়েছেন।
তিনি তাঁর প্রযোজক ও বন্ধু জ্যাক অ্যান্টনফকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন এবং উপস্থিত দর্শকদের বলেন, “আমি আপনাদের বলতে চাই যে এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত।” তবে যখন তিনি গান তৈরি করেন ও শো-তে গান পরিবেশন করেন তখনও এতটাই খুশি থাকেন বলে জানান তিনি।
রবিবার টেইলর সুইফট ১৩তম গ্র্যামি জয়ের মুহূর্তে নিজের নতুন অ্যালবামের বিষয়ে জানিয়েছেন। তাঁর নতুন অ্যালবাম “টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট” ১৯ এপ্রিলে মুক্তি পাবে।
গ্র্যামি রজনীর অন্যতম বড় পুরস্কার ‘রেকর্ড অফ দ্য ইয়ারে’র খেতাব গেছে মাইলি সাইরাসের হাতে, তাঁর “ফ্লাওয়ার্স” রেকর্ডের জন্য। এই নিয়ে মাইলি দ্বিতীয়বার গ্র্যামি পেলেন।
সেরা নতুন শিল্পীর পুরস্কার লাভ করেছেন ভিক্টোরিয়া মোনে। “বার্বি”র হিট গান “হোয়াট ওয়াজ আই মেইড ফর?” লেখার জন্য বছরের সেরা গানের পুরস্কার গেছে বিলি আইলিশের ঝুলিতে।
রবিবারের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের এই হল কয়েকটি দুর্দান্ত মুহূর্ত। লস অ্যাঞ্জেলেসের প্রাণকেন্দ্র সিপ্টো.কম অ্যারেনা থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে এই অনুষ্ঠান।
ক্যারল জি রবিবার ইতিহাস গড়েছেন। তাঁর ব্লকবাস্টার রেকর্ড “মানানা সেরা বোনিটো”র জন্য তিনি সেরা মিউজিকা আরবানা অ্যালবামের পুরস্কার জয় করেছেন। প্রথম নারী শিল্পী হিসেবে তিনি এই খেতাব পেলেন।
উপস্থিত দর্শকদের তিনি ইংরেজিতে বলেন, “গ্র্যামিতে এটাই আমার প্রথম আসা এবং নিজের গ্র্যামি হাতে নেওয়াও এই প্রথম।”
সেরা কান্ট্রি অ্যালবামের খেতাব গেছে লেইনে উইলসনের হাতে, তাঁর “বেল বটম কান্ট্রি” অ্যালবামের জন্য। এটা তাঁর প্রথম গ্র্যামি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন কেসি মাসগ্রেভস। লেইনে বলেন, “আমি পঞ্চম প্রজন্মের কৃষক-কন্যা।”
সম্প্রচারের আগে প্রায় ৮০টি গ্র্যামি জয়ীদের হাতে তুলে দেওয়া হয়।