অখিলেশ যাদব উত্তর প্রদেশে কংগ্রেসকে ১১টি আসন ছাড়ার 'একতরফা' ঘোষণা দিলেন

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

উত্তর প্রদেশে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ১১টি আসন ছাড়তে রাজি হল সমাজবাদী পার্টি। গত শনিবার ২৭ জানুয়ারি একতরফা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

এক্স হ্যান্ডেল (পূর্ববর্তী ট্যুইটার)-এ অখিলেশ যাদবের এই ঘোষণা নিয়ে কংগ্রেস কোনও প্রতিক্রিয়া দেয়নি। কংগ্রেসের দলীয় সূত্র থেকে বোঝানো হয়েছে সমাজবাদী পার্টির এই ঘোষণার সঙ্গে তারা সহমত নয়। এই প্রসঙ্গে মন্তব্য এড়িয়ে গিয়েছেন অখিলেশ যাদবের সঙ্গে যোগাযোগ রেখে চলা রাজস্থানে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

গত বৃহস্পতিবার ২৫ জানুয়ারি গেহলটের সঙ্গে দিল্লিতে বৈঠক করেছিলেন অখিলেশ যাদব।

উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে অখিলেশ যাদব আগেই তার বর্তমান জোট শরিক রাষ্ট্রীয় লোকদলকে সাতটি আসন ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। বর্তমান লোকসভায় রাষ্ট্রীয় লোকদলের কোনও সাংসদ নেই।

২০১৯-এ দেশের বৃহত্তর রাজ্য উত্তর প্রদেশে কংগ্রেস প্রার্থীদের মধ্যে শুধুমাত্র সনিয়া গান্ধী জিতেছিলেন। তার রায়বেরলি কেন্দ্র ছাড়াও অমেঠি, এলাকাবাদ, কানপুর, বারাণসীর মতো বড় শহরের কিছু আসন কংগ্রেসের জন্য এবার বরাদ্দ করেছে সমাজবাদী পার্টি ।

কংগ্রেস ও এসপি সূত্রের খবর, গত ১৭ জানুয়ারি দিল্লির বৈঠকে কংগ্রেস শিবির ২৫টি আসন দাবি করেছিল। অখিলেশের দল তা মানেনি। সেদিনই দুই দলের শীর্ষ নেতৃত্ব ঘোষণা করে আলোচনা চালু থাকবে। এরপরে শনিবার সন্ধ্যায় অখিলেশের এক্স হ্যান্ডেল-এ ঘোষণায় কংগ্রেস দলের অভ্যন্তরে বিস্ময় প্রকাশ করেছে।

সাধারণত আসন সমঝোতার কথা দুই দলের নেতাদের উপস্থিতিতে হয়ে থাকে। অখিলেশ একতরফা সিদ্ধান্ত নেওয়ায় এবার উত্তর প্রদেশেও বিজেপি বিরোধী ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিল।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং পাঞ্জাবে আপ জানিয়ে দিয়েছে তারা কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করবে না। অন্যদিকে বিহারে নীতীশ কুমার ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে গিয়ে এনডিএ-তে যোগ দিয়ে নবম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।

নীতীশ দাবি করেছেন ইন্ডিয়া জোটে প্রাপ্য মর্যাদা না পেয়ে জোট বদল করছেন তিনি। জেডিইউ নীতীশ কুমারের সিদ্ধান্তের জন্য কংগ্রেসকেই দায়ী করেছে।

কংগ্রেসের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব প্রকাশ্যে মন্তব্য না করে সমাজবাদী পার্টির নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছে।

অখিলেশ যাদব শুরুতেই জানিয়ে দিয়েছিলেন উত্তর প্রদেশে ৬৫টি আসলে লড়াই করবে তার দল। ১৫টি ছাড়া হবে দুই শরিককে। সমাজবাদী পার্টির দলীয় সূত্রে জানানো হয়েছে, জোটের স্বার্থে ১৮টি আসন কংগ্রেস ও রাষ্ট্রীয় লোকদলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।