ফরাসি কৃষকরা দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে অগ্নিকাণ্ড ঘটিয়েছে ও সার স্প্রে করেছে

Your browser doesn’t support HTML5

বুধবার, ২৪ জানুয়ারি ফ্রান্সের কৃষকরা সে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এজেন-এ এক দফতরের সামনে তরল সার স্প্রে করেছে। ফরাসি কৃষকদের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাদের দাবি পূরণ করা না হলে আরও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে তারা।

কৃষকদের ইউনিয়ন তাদের অভিযোগ সমাধানের জন্য সুনির্দিষ্ট সরকারি পদক্ষেপ দাবি করেছে। এই অভিযোগের মধ্যে রয়েছে অত্যধিক আর্থিক চার্জ, পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিবিধ নিয়ম ও তাদের উৎপাদিত পণ্যের অপর্যাপ্ত মূল্য। (এএফপি)