রাহুল গান্ধী: তৃণমূল কংগ্রেসের সঙ্গে অন্তর্দ্বন্দ্বের মাঝে 'ভারত ন্যায় যাত্রা' নিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছালেন

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

'ভারত জোড়ো ন্যায় যাত্রা' কর্মসূচী নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার ২৫ জানুয়ারি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন। তার নেতৃত্বে এই যাত্রা অসম থেকে ঢুকেছে পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার বক্সিরহাট দিয়ে কোচবিহারে প্রবেশ করেন গান্ধী।

এদিন ‘ভারত ন্যায় যাত্রা’ নিয়ে বাংলায় প্রবেশ করার পরই দিল্লি গেছেন রাহুল গান্ধী। রবিবার ২৮ জানুয়ারি আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে আবার কর্মসূচি শুরু করার কথা তার।

এদিন পশ্চিমবঙ্গের কংগ্রেসে শিবির তাকে স্বাগত জানায়। বক্সিরহাটে রাহুল গান্ধীর হাতে পোড়া মাটির দুর্গা মূর্তি তুলে দেন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

এরপর জনসভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তিনি বিজেপি-র সমালোচনা করে বলেন, বিজেপি ও আরএসএস মিলে ''দেশজুড়ে হিংসা ছড়াচ্ছে।'' তিনি জানান, পশ্চিমবঙ্গের মানুষের কথা শুনতেই এসেছেন তিনি।

ইন্ডিয়া জোট প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাহুল গান্ধী বৃহস্পতিবার জানান, ''অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই এই জোট। বাংলার মানুষের কথা শুনতেই তার রাজ্যে আসা।'' বিজেপি-আরএসএস, তাঁর ভাষায়, যে ''হিংসার পরিবেশ তৈরি করেছে, তার অবসান ঘটাতে হবে''

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের ব্যাপারে মঙ্গলবার ২৩ জানুয়ারি রাহুল জানিয়েছিলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক ভাল। ওনার দলের সঙ্গেও সম্পর্ক ভাল। তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। তার নিষ্পত্তি হবে।''

তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ

কংগ্রেসের 'ভারত জোড়ো' যাত্রার পশ্চিমবঙ্গে প্রবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন কংগ্রেস যে পশ্চিমবঙ্গে এই যাত্রা করবে তা তাকে জানানো হয়নি।

রাহুল গান্ধীর নাম না করে বুধবার ২৪ জানুয়ারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন, “বাংলায় যে আসছেন, ইন্ডিয়ার জোট সঙ্গী হিসাবে কি আমাদের জানিয়েছেন যে দিদি আপনার রাজ্যে যাচ্ছি? আমাদের কিছু জানানো হয়নি।”

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই বিষয়ে বলেছিলেন, “রাহুল গান্ধী যাত্রা করছেন। উনি কাকে নেমন্তন্ন করবেন, সেটা আমার সাবজেক্টের মধ্যেই পড়ে না। তাই এ নিয়ে কিছু বলতে পারব না। আসন সমঝোতার ব্যাপারেও কিছু বলতে পারব না। কারণ এ ব্যাপারে যা কথা বলার তা হাইকম্যান্ডই বলছিল বলে জানি।"

যদিও জয়রাম রমেশ কংগ্রেসের তরফে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বাগডোগরায় সাংবাদিকদের জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যাত্রায় যোগ দেওয়ার জন্য দু'বার আমন্ত্রণ জানানো হয়েছিল। দলের সকলেই চেয়েছিলেন যে তিনি যাত্রায় অংশ নিন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ১৪ জানুয়ারি, ২০২৪ থেকে শুরু করেছেন তার 'ভারত জোড়ো যাত্রার' দ্বিতীয় অধ্যায় - 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। উত্তর-পূর্ব ভারতের মণিপুর থেকে শুরু হয়ে এই যাত্রা শেষ হবে ২০ মার্চ পশ্চিম ভারতের মহারাষ্ট্রের মুম্বইতে।