যুক্তরাষ্ট্র বলছে, তারা এডেন উপসাগরে নতুন হুথি আক্রমণ প্রতিহত করেছে 

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র ঘাঁটি আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জঙ্গি বিমান প্রস্তুত হচ্ছে।

লোহিত সাগরে জাহাজ চলাচলের পথে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র আগাম হামলা চালানোর কয়েক ঘন্টা পর বুধবার ইরান সমর্থিত হুথি জঙ্গিরা এডেন উপসাগরের বাণিজ্যিক জাহাজে নতুন করে হামলা চালায় ।

যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড, যারা মধ্যপ্রাচ্যে মোতায়েন আমেরিকান বাহিনী পরিচালনা করে, বুধবার রাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এডেন উপসাগর অতিক্রমকারী আমেরিকান মালিকানাধীন ও পরিচালিত কনটেইনার জাহাজ এম/ভি মায়ের্স্ক ডেট্রয়েটকে লক্ষ্যবস্তু করা দুটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

তৃতীয় একটি ক্ষেপণাস্ত্র সাগরে গিয়ে পড়ে।

যুক্তরাষ্ট্র বলেছে, সর্বসাম্প্রতিক হামলায় কনটেইনার জাহাজটিতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বা ক্ষয়ক্ষতি না হলেও এতে বোঝা যাচ্ছে হুথিরা পিছু হটতে প্রস্তুত নয়।

হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, “হুথিরা যে এখনো এই হামলা চালাতে চায় তা বোঝা যাচ্ছে। এর মানে আমরা স্পষ্টতই এখনো জাহাজ চলাচলের পথটি রক্ষার জন্য আমাদের যা করা প্রয়োজন তা করবো।”

বুধবারের হামলার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্র হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনে আগাম হামলা চালিয়ে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলকে লক্ষ্য করে নিক্ষেপ করার জন্য তৈরি দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করে।

যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, “ক্ষেপণাস্ত্রগুলো ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজের জন্য আসন্ন হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের লেনগুলোতে হুথিদের হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা হ্রাস করার লক্ষ্যে সোমবার যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ যুদ্ধবিমান, জাহাজ ও সাবমেরিন হামলা চালায়। এরপর সর্বসাম্প্রতিক দফায় যুক্তরাষ্ট্র ও হুথি হামলা চালানো হলো।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন যে, তারা সংঘাত বৃদ্ধির না করার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্র ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীর হামলা অব্যাহত থাকলে তারা হুথিদের শিক্ষা দিতে প্রস্তুত আছেন।