বুধবার রাশিয়ার বেলগোরদ অঞ্চলে ইউক্রেন সীমান্তের কাছে একটি রুশ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, বিমানে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধ-বন্দি ছিলেন। তাদেরকে বন্দি বিনিময় প্রক্রিয়ায় অংশ নেওয়ার উদ্দেশে সীমান্তে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ বিষয়ে তাৎক্ষনিকভাবে ইউক্রেনীয় সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বিমানে আরও ছয় জন ক্রু সদস্য ও তিন জন প্রহরী ছিলেন।
এ ছাড়া, রাশিয়া বুধবার বেলগোরোদ অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের এবং পশ্চিম রাশিয়ায় ওরিওল অঞ্চলের ওপর আরও চারটি ড্রোনকে প্রতিহত করার খবর জানায়।
ক্ষেপণাস্ত্র হামলা
মঙ্গলবার ইউক্রেনের বিরুদ্ধে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সামরিক বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ১৮ জন মানুষ নিহত হয়েছেন।
মঙ্গলবারের সান্ধ্যকালীন বক্তব্যে জেলেন্সকি জানান, ১৩০ জনেরও বেশি মানুষ এই হামলায় আহত হয়েছেন এবং ১৩৯টি বাড়ি ক্ষতির শিকার হয়েছে।
তিনি বলেন, রুশ হামলায় ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তিনি এই হামলাকে “আরেকটি সমন্বিত হামলা, যেটি আমাদের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার চেষ্টা চালায়” বলে অভিহিত করেন।
ইউক্রেনের আকাশ হামলা প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে পেরেছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।