যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মঙ্গলবার বলেছেন, আফ্রিকা মহাদেশ জুরে অংশীদারিত্ব বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মনে করে, আফ্রিকার দেশগুলো ক্রমশ ‘’বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নেতৃত্ব দিচ্ছে।‘’
আবিজানে আলোচনার পর আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারাকে সাথে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ব্লিনকেন বলেন, তাদের আলোচনায় বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং আইভরি কোস্ট উভয় দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয় স্থান পেয়েছে। সেই সাথে জনস্বাস্থ্য-সম্পর্কিত উদ্যোগে বিনিয়োগ এবং আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আলাপ হয়েছে।
আইভরি কোস্টে ব্লিনকেনের সফরকে দেশটির স্থিতিশীলতা এবং ২০২৫ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আগ্রহর প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্র আইভরি কোস্ট এবং এর প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য আঞ্চলিক হুমকির মধ্যে সংঘাত প্রতিরোধ ও স্থিতিশীলতা প্রচারে সহায়তা করার জন্য ৪ কোটি ৫০ লাখ ডলার নতুন সহায়তার ঘোষণা দিয়েছে। এই অর্থায়ন সহ ২০২২ সাল থেকে উপকূলীয় পশ্চিম আফ্রিকায় যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা-কেন্দ্রিক সহায়তা মোট প্রায় ৩০ কোটি ডলার।
নাইজেরিয়ায় আঞ্চলিক নিরাপত্তা আলোচনা
নাইজেরিয়া এবং নিজেরের মধ্যে অভিন্ন সীমান্ত রয়েছে। নিজেরে সেনাবাহিনী দেশটির নির্বাচিত নেতা মোহাম্মদ বাজুমকে ২০২৩ সালের ২৬ জুলাই ক্ষমতাচ্যুত করে এবং পরবর্তীতে দেশটির ঐতিহ্যগত নিরাপত্তা অংশীদার ফ্রান্সের সাথে প্রতিরক্ষা চুক্তি বাতিল করে।
আবুজায় ব্লিনকেন নিজেরের সামরিক অভ্যুত্থান নিয়ে আলোচনা করবেন বলে ধারনা করা হচ্ছে। রাশিয়ার সাথে সম্পর্কের উন্নতি ঘটাতে নিজেরের সামরিক জান্তা সম্মত হওয়ার কয়েকদিন পরেই এই বৈঠক হয়।
যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার বৃহত্তম বিদেশী বিনিয়োগকারী। যুক্তরাষ্ট্র বোকো হারাম এবং আইএসআইএস-পশ্চিম আফ্রিকা উভয়ের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযানে নাইজেরিয়ার সাথে একটি উল্লেখযোগ্য নিরাপত্তা অংশীদারিত্ব বজায় রেখেছে।
কেপ ভার্দে
সোমবার কেপ ভার্দের রাজধানী প্রাইয়াতে ব্লিনকেন দেশটির প্রধানমন্ত্রী উলিসেস কোরিয়া ই সিলভার সাথে আলোচনা করেছেন এবং শহরের বন্দর পোর্তো দা প্রিয়া পরিদর্শন করেছেন। বন্দরটি যুক্তরাষ্ট্র সরকারের মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশনের কাছ থেকে আধুনিকীকরণ প্রচেষ্টার জন্য অর্থায়ন পেয়েছে।
“আমরা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা জানাই, আমরা ইসরাইলে হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাই। এবং আমরা ইসরাইল ও ফিলিস্তিন দুটি পৃথক রাষ্ট্রকে কার্যকর করে এমন সমাধানের পক্ষে, ” প্রধানমন্ত্রী সিলভা বলেন।
তিনি আরও বলেন, “আমরা সামরিক অভ্যুত্থানের নিন্দা জানাই এবং প্রজাতন্ত্রের প্রেসিডেন্টদের সাংবিধানিক মেয়াদের সীমা পরিবর্তনের যে ঘটনাগুলো আফ্রিকায় ঘটেছে আমরা সেগুলোর নিন্দা জানাই। ”
অ্যাঙ্গোলা এবং লুয়ান্ডা প্রক্রিয়া
সোমবারে ব্লিনকেন ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো (ডিআরসি)-এর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেডির সাথে টেলিফোনে কথা বলেন। ব্লিনকেন তাকে নির্বাচন পর্যবেক্ষকদের উদ্বেগের বিষয়ে জানিয়েছেন এবং গণতান্ত্রিক আস্থা বৃদ্ধি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছে।
রোয়ান্ডা এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর মধ্যকার উত্তেজনার ফলে কঙ্গোলিজ ও রোয়ান্ডার বাহিনী একে অপরের ভূখণ্ডে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।