দামেস্কে বিমান হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড নিহত

সিরিয়ার দামেস্কে ইসরাইলের হামলায় বিধ্বস্ত একটি ভবনের সামনে সমবেত উদ্ধারকর্মীরা; ২০ জানুয়ারি, ২০২৪।

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে শনিবার এক বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের ৪ সদস্য নিহত হয়েছেন। ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করে ইরান এ কথা জানিয়েছে।

ইরানের গণমাধ্যমে দেয়া বিবৃতিতে, এই তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি। একটি ওয়াকিফহাল সূত্রের বরাত দিয়ে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, “সিরিয়াতে ইসরাইলি হামলায় রেভল্যুশনারি গার্ডের সিরিয়ার গোয়েন্দা প্রধান, তার ডেপুটি এবং বাহিনীর আরো ২ সদস্য শহীদ হয়েছেন।”

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দুপুরের আগে পরিচালিত হামলায় যে ভবনটি বিধ্বস্ত হয়েছে; তা সিরিয়ার রাজধানীর নিকটবর্তী এলাকায় অবস্থিত। সেখানে বেশ কয়েকটি দূতাবাস রয়েছে।

তাৎক্ষণিকভাবে ইসরাইলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরাইল সিরিয়ায় তাদের কোনো কার্যক্রমের কথা সাধারণত স্বীকার করে না।

শনিবার গাজায় ইসরাইলের হামলার সময়, এই হামলার খবর আসে। ইসরাইল বলছে, তারা হামাস জঙ্গিদের লক্ষ্য করে গাজার উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে। এই জঙ্গিরা বিস্ফোরক স্থাপন করছিলো এবং ট্যাংক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার চেষ্টা করছিলো বলে জানিয়েছে ইসরাইল।