আধার ভারতীয়দের জন্ম তারিখের প্রামাণ্য নথি আর নয়, জানাল কর্তৃপক্ষ

ভারতের আধার কার্ডের প্রতীকী ছবি।

ভারতের নাগরিকদের জন্ম তারিখের নথি হিসেবে এতদিন পর্যন্ত আধার কার্ডের নথি দেওয়ার যে বাধ্যবাধকতা ছিল, তা এবার বন্ধ হতে চলেছে।

জন্ম তারিখের প্রমাণ হিসেবে আর আধার কার্ড গ্রাহ্য হবে না। এক নির্দেশিকায় একথা জানিয়ে দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)।

এই বিষয়ে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আধার নম্বরকে কোনও ব্যক্তির পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে। কিন্তু তা কোনওভাবেই জন্ম তারিখের প্রামাণ্য নথি নয়।

সম্প্রতি শ্রমমন্ত্রকের তরফে এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ড সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে পিএফ সংক্রান্ত নথি জমা দিতে গিয়ে সরকারি কর্মচারীদের অনেকেই জন্মের প্রমাণ হিসেবে আধার কার্ড জমা করেন। বিষয়টিকে মান্যতা দেয় শ্রম দফতর।

সংশ্লিষ্ট খবরটি জানতে পেরে তৎপর হয় আধার কর্তৃপক্ষ। এরপরই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)-র তরফে কেন্দ্রের শ্রমমন্ত্রক এবং পিএফ আধিকারিকদের জানানো হয়, জন্ম তারিখের প্রমাণ তালিকা থেকে আধারকে বাদ দিতে হবে।

শুধু পিএফ সংক্রান্ত দফতর নয়, এই বিষয়ে যে সংস্থাগুলি আধার ইউজার এজেন্সি (এইউএ) এবং কেওয়াইসি ইউজার এজেন্সি (কেইউএ) হিসেবে কাজ করে, তাদের প্রত্যেককেও সতর্ক করেছে আধার কর্তৃপক্ষ।

ব্যাঙ্ক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকেও এই ব্যাপারে নির্দেশিকা পাঠিয়ে আধার কর্তৃপক্ষ জানিয়েছে, জন্মের শংসাপত্র হিসেবে আধার গ্রাহ্য হবে না।

অতীতে জন্ম তারিখের প্রমাণ হিসেবে কোন কোন নথিকে মান্যতা দেওয়া হবে, সেই তালিকা ঠিক করে দিয়েছিল আধার কর্তৃপক্ষ। সেই তালিকা মেনেই দেশ জুড়ে কাজ হয়েছিল।

বর্তমানে জন্ম তারিখের প্রামাণ্য নথি হিসাবে আধার গ্রাহ্য না হওয়ার কারণ হিসাবে আধার কর্তৃপক্ষর ব্যাখ্যা, কোনও ব্যক্তির জমা দেওয়া নথির ভিত্তিতেই জন্ম তারিখের উল্লেখ করা হয় আধারে। কিন্তু সেই ব্যক্তি যে জন্ম তারিখের প্রকৃত তথ্যই দিচ্ছেন, তার গ্যারান্টি আধার কর্তৃপক্ষর কাছে নেই। সেইজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।