ইসরাইল-গাজা সংঘাত: ইসরাইলের হামলার পর আগুন নেভানোর চেষ্টায় ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী

Your browser doesn’t support HTML5

১৭ জানুয়ারি বুধবার ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী গাজা সিটিতে চালানো ইসরাইলের বিমান হামলার জায়গায় ছুটে যায়। সেখানে বড় ধরনের আগুন নেভানোর চেষ্টা করে।

বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় মোট ২৪ হাজার ৪৪৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৬১ হাজার ৫০৪ জন ফিলিস্তিনি আহত হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘন্টায় প্রায় ১৬৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৫০ জন আহত হয়েছে। (রয়টার্স)

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।