নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে বিস্ফোরণে ৩ জন নিহত, ৭৭ জন আহত

Your browser doesn’t support HTML5

১৬ জানুয়ারি মঙ্গলবার নাইজেরিয়ার বৃহত্তম শহরগুলোর মধ্যে একটিতে বিস্ফোরণ ঘটলে ২০টির বেশি ভবন কেঁপে ওঠে। এতে ৩ জন নিহত এবং ৭৭ জন আহত হয়েছে। উদ্ধারকর্মীরা আটকে পড়াদের সন্ধানে ধ্বংসস্তূপের মধ্যে খনন করছে।

কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিস্ফোরণটি অবৈধ খনির কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত বিস্ফোরক থেকে সৃষ্টি হয়েছিল।

উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনের মধ্যে চিরুনি তল্লাশি চালিয়ে বুধবার সকালে আরও একটি মৃতদেহ উদ্ধার করে। এতে মৃতের সংখ্যা বেড়ে তিন’এ দাঁড়ায় (এপি)