ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে তরুণ ক্রিকেটার প্রখর চতুর্বেদী ভেঙে দিলেন ব্রায়ান লারা-র ৪০০ রানের রেকর্ড

ক্রিকেটের কিংবদন্তী ব্রায়ান লারা এবং ভারতের প্রথম শ্রেণির তরুণ ক্রিকেটার প্রখর চতুর্বেদী।

২০০৪ সালে ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তী ব্রায়ান লারা যে রেকর্ড গড়েছিলেন, সেটি ভেঙে গিয়েছে ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট কোচবিহার ট্রফিতে।

২০ বছর আগে ব্রায়ান লারা-র করা ৪০০ রান টপকে কর্নাটকের প্রখর চতুর্বেদী ৪০৪ রান করেন চলতি কোচবিহার ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে। এই রান সংগ্রহ করতে প্রখরের লেগেছে ৬৩৮টি বল, যার মধ্যে ৪৬টি বাউন্ডারি ও তিনটি সিক্সার রয়েছে।

ভারতের প্রথম কোনও ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এই বিরল নজির গড়েছেন কর্নাটকের তরুণ ক্রিকেটার প্রখর চতুর্বেদী। ব্রায়ান লারা ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৮২ বলে ৪০০ রান করে অপরাজিত ছিলেন। ভারতের এই তরুণ ক্রিকেটারও তাকে ছাপিয়ে বিশেষ মাইলফলক গড়লেন।

প্রখর একই সঙ্গে যুবরাজ সিংয়ের ৩৫৮ রানের রেকর্ডও ভেঙে দিয়েছেন। যুবরাজ পাঞ্জাবের হয়ে ১৯৯৯ সালে এই নজির গড়েছিলেন। ত্রিশতরানের ইনিংস ছিল এমএস ধোনিরও।

অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফির ফাইনালে প্রখরের ৪০৪ রানের সুবাদে কর্নাটক বিপক্ষ দল মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে করেছে ৮৯০/৮। মুম্বই করেছিল ৩৯০ রান।