দাবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ভারতের এক নম্বর দাবাড়ু হলেন রমেশ বাবু প্রজ্ঞানন্দ

ভারতের চেন্নাইয়ের রমেশ বাবু প্রজ্ঞানন্দ ও দাবাড়ু তারকা বিশ্বনাথন আনন্দ।

ভারতের দাবা জগতে বর্তমানে 'বিস্ময় কিশোর' হিসাবে পরিচিত চেন্নাইয়ের রমেশ বাবু প্রজ্ঞানন্দ, বিশ্বনাথন আনন্দকে টপকে ভারতের এক নম্বর দাবাড়ু হলেন।

প্রজ্ঞানন্দ মঙ্গলবার ১৬ জানুয়ারি ভারতীয় সময় রাতে টাটা স্টিল দাবা প্রতিযোগিতায় এই মুহূর্তের বিশ্ব চ্যাম্পিয়ন ডাচ দাবাড়ু ডি লিরেনকে পরাজিত করেন।

এই জয়ের ফলে প্রজ্ঞানন্দর রেটিং পয়েন্ট হল ২৭৪৮.৩। বিশ্বনাথন আনন্দ-এর পয়েন্ট হল ২৭৪৮।

ভারতের প্রথম কোনও দাবাড়ু আনন্দ-এর পরে ক্লাসিকাল দাবায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে হারালেন। প্রজ্ঞানন্দর এই সাফল্যের পরে ভারতীয় দাবার কিংবদন্তী বিশ্বনাথন আনন্দ নিজেই অভিনন্দন জানিয়েছেন তাকে।

মঙ্গলবারের খেলায় প্রজ্ঞানন্দ কালো ঘুঁটি নিয়ে খেলা শুরু করেন। প্রজ্ঞানন্দ তার পূর্বসুরী আনন্দ-এর মতোই দ্রুত চাল দিতে ভালবাসেন। মঙ্গলবারের খেলাতেও সেই পদ্ধতিতেই জয় পান তিনি।

টুর্নামেন্টের প্রথম তিনটি গেম ড্র করেছিলেন ২০ বছর বয়সী এই ভারতীয় তারকা। চার নম্বর খেলায় তিনি হারালেন বিশ্ব সেরাকে। জয়ের পরে তিনি বলেন, "শুরুর তিন গেম ড্র করেও আমি আত্মবিশ্বাস হারাইনি। আমি খেলায় দেখছিলাম লিরেন কিছু ভুল চাল দিচ্ছেন, সেই সুযোগ আমি কাজে লাগিয়েছি।"

টাটা স্টিল দাবা প্রতিযোগিতায় প্রজ্ঞানন্দ ছাড়াও খেলছেন বিশ্বনাথন আনন্দ সহ ভারতের আরও কয়েক জন দাবাড়ু।

এর আগে প্রজ্ঞানন্দ বিশ্বদাবার এই মুহূর্তের বিশ্ব ক্রম তালিকায় শীর্ষে থাকা সুইডেনের ম্যাগনাস কার্লসেনকে একাধিকবার হারিয়েছেন। তবে রেটিং আসরে বিশ্বসেরাকে তিনি এই প্রথম বার পরাজিত করলেন।