'ইন্ডিয়া' জোট প্রথমবারের মত অংশগ্রহণ করতে যাচ্ছে নির্বাচনী প্রক্রিয়ায়

প্রতীকী ছবি।

ভারতের বিজেপি বিরোধী ২৮টি রাজনৈতিক দলের জোট ইন্ডিয়া আসন্ন লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে। তবে লোকসভা ভোটের আগেই পাঞ্জাব ও হরিয়াণার রাজধানী চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে প্রথম বারের জন্য লড়তে চলেছে ইন্ডিয়া জোট।

বৃহস্পতিবার ১৮ জানুয়ারি হতে চলেছে এই মেয়র নির্বাচন। এই ভোটে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে লড়াই করছে। এই দুই দলই ইন্ডিয়া জোটের অংশ।

আপ ইতিমধ্যেই মন্তব্য করেছে, ২০২৪-এর সাধারণ নির্বাচনের আগে এটাই বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রথম লড়াই। এই ভোটের ফলাফল আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে তারা।

আপ নেতা রাঘব চড্ডা দাবি করেছেন, চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পাবে ইন্ডিয়া জোট। তারা বড় ব্যবধানে বিজেপিকে হারাবে। এখান থেকেই বিজেপি শিবিরের পতন শুরু হবে।

চন্ডীগড়ের নির্বাচনে অবশ্য মেয়র পদের জন্য লড়ছে না কংগ্রেস। মেয়র পদের জন্য প্রার্থী দেবে আপ। ডেপুটি এবং সিনিয়র ডেপুটি মেয়র পদের জন্য লড়বে কংগ্রেস।

শেষ ৮ বছর ধরে চন্ডীগড়ে মেয়র পদ ধরে রেখেছে বিজেপি। এই পরিস্থিতিতে ভোটের ফল তাদের পক্ষে ১-০ করতে প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়া জোটের শরিক দল আপ-কংগ্রেস।

এই মুহূর্তে চণ্ডীগড় পুরসভায় আপ-এর ১২ জন এবং কংগ্রেস-এর ৭ জন কাউন্সিলর রয়েছেন। বিজেপি-র রয়েছেন ১৫ জন কাউন্সিলর। সংখ্যার নিরিখে আপ-কংগ্রেস একজোট হয়ে বিজেপিকে হারানো সম্ভব।