গত শুক্রবার ১২ জানুয়ারি মহারাষ্ট্রের মুম্বইয়ে ভারতের দীর্ঘতম সেতু অটল সেতুর উদ্বোধন হয়েছে। এক সপ্তাহের মধ্যেই এই সেতুকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। কখনও গাড়ি থামিয়ে সকলে মিলে ছবি তুলছেন, আবার কখনও তুলছেন সেলফি।
সেতুর উপর যান নিয়ন্ত্রণ করতে ও নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন ধরনের যাত্রী পরিবহনের চালক এবং আরোহীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল মুম্বই পুলিশ। এবার থেকে নির্দিষ্ট নিয়ম ভাঙলেই অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ।
এখন থেকে গাড়ি থামিয়ে অটল সেতুতে ছবি তুললেই এফআইআর করা হবে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। রাজ্যের পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মানুষের আইন ভাঙার ছবি পোস্ট করা হয়েছে।
সেইসঙ্গে তাদের এক্স হ্যান্ডল (পূর্ববর্তী ট্যুইটার)-এ বার্তা দেওয়া হয়েছে, “আমরা মানছি যে, 'অটল সেতু' দেখার মতো একটি বিষয়’। কিন্তু এখানে গাড়ি থামিয়ে ছবি তোলাও অপরাধ। যদি সেতুর উপর গাড়ি থামিয়ে ছবি তোলেন, তা হলে এফআইআর দায়ের করা হবে।”
২০১৬ সালের ডিসেম্বর মাসে এই সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে সেতুটি নির্মাণ করা হবে বলে জানিয়েছিল কেন্দ্র।
সমুদ্রের উপর নির্মিত ২১ কিলোমিটার লম্বা সেতুটি ১২ জানুয়ারি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬ লেনের সেতুর উপর দিয়ে ২১ কিলোমিটার পথ মাত্র ২০ মিনিটে পৌঁছে যাওয়া যায়।
ভারতীয় মুদ্রায় ১৭,৮৪০ কোটি ব্যয়ে তৈরি সেতুটি গত ১২ জানুয়ারি থেকে আমজনতার জন্য খুলে দেওয়া হয়। কিন্তু উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর উপরে খাওয়াদাওয়া, উচ্ছিষ্ট ছড়িয়ে ছিটিয়ে থাকা, সকলে মিলে ছবি তোলার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
দিল্লির 'সিগনেচার সেতু'-র মতো এই সেতু নিয়েও প্রথম থেকেই মানুষের উৎসাহ তৈরি হবে সে বিষয়ে ওয়াকিবহাল ছিল প্রশাসন। কিন্তু তাই বলে মাত্র কয়েকদিনের মধ্যেই উৎসুক জনতার নিয়ম ভাঙার প্রবণতা বরদাস্ত করা হবে না বলে সর্তক করেছে মুম্বই পুলিশ। তাদের তরফে জানানো হয়েছে, সেতুর উপর গাড়ি থামিয়ে কোনোভাবেই ছবি তোলা যাবে না।