ভারতের রাজধানী দিল্লিতে প্রথম চালু হয়েছিল চালকবিহীন মেট্রো পরিষেবা। এবার পশ্চিমবঙ্গে কলকাতাতেও চালুু হতে চলেছে চালকবিহীন মেট্রো পরিষেবা। অটোম্যাটিক ট্রেন অপারেশন (এটিও) প্রযুক্তির সাহায্যে এই পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগ প্রায় শেষের পর্বে।
কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, প্রযুক্তি নির্ভর এই মেট্রো চলাচল ব্যবস্থা শুরুর দিন শীঘ্রই ঘোষণা করা হবে। চালক ছাড়াই কলকাতার এক প্রান্ত থেকে অপর প্রান্ত, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাবে মেট্রো রেল।
এই যাত্রাপথে সফলতা এলে আগামী দিনে নিউ গড়িয়া-এয়ারপোর্ট এবং জোকা মেট্রো রুটেও চালকবিহীন মেট্রো পরিষেবা চালু করা হবে।
মেট্রো রেল কর্তৃপক্ষের মতে, 'হিউম্যান এরর' এড়াতেই এই পদক্ষেপ। এর ফলে দুর্ঘটনার আশঙ্কাও প্রায় থাকবে না বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষর।
মেট্রো সূত্রে জানা গেছে, চালকের ভুলে অনেক সময় ঝুঁকিপূর্ণ মেট্রো যাত্রা হয়েছে। চালক ভুলবশত বাম দিকের পরিবর্তে ডান দিকের বোতামে হাত দিয়ে দিলে যান্ত্রিক গোলোযোগের সম্ভবনা থাকে। চালকের ভুলে অনেক সময় দরজা বন্ধ না হয়েই চলেছে মেট্রো। প্রযুক্তি নির্ভর চালকবিহীন নতুন মেট্রো পরিষেবাতে এই ধরনের ভুল হওয়ার সম্ভবনা নেই।
কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উন্নত পরিকাঠামো ও প্রযুক্তির মেল বন্ধনে গড়ে ওঠা অত্যাধুনিক সিগন্যাল ব্যবস্থা পরিচালিত হয় কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোলের (সিবিটিসি) মাধ্যমে। ফলে চালকবিহীন রেকগুলি যন্ত্রের সাহায্যে পরিচালিত হয়। এক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কাও প্রায় থাকবে না।