হুথির লক্ষ্যবস্তুতে হামলা, ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ

Your browser doesn’t support HTML5

লোহিত সাগরে জাহাজের উপর হুথি বাহিনীর আক্রমণের পাল্টা জবাবে রাতের মধ্যে ইয়েমেন জুড়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হামলা চালানোর পর ১২ জানুয়ারি, শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় একদল জনতা বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমে আসে।

নেটোর এক মুখপাত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক বাহিনীর একাধিক হামলার বিষয়কে নিশ্চিত করে দাবি করেছেন যে, এই হামলা ছিল আত্মরক্ষামূলক।

হুথিরা জানিয়েছে, মোট ৭৩টি বিমান হামলায় তাদের পাঁচজন যোদ্ধা নিহত হয়েছে। তারা অঙ্গীকার করেছে যে, এর পাল্টা জবাব তারা দেবে এবং জাহাজের উপর হামলা অব্যাহত রাখা হবে। ইসরাইলের সঙ্গে সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে তাদের এই হামলা বলে জানিয়েছে হুথিরা। (রয়টার্স)