ভারতের টাটা কনসালটেন্সি সার্ভিসেস জানাল ৭০ শতাংশ কর্মীকে দেবে কোম্পানির লাভের অংশ

ভারতের তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)।

ভারতের অন্যতম প্রধান ও আন্তর্জাতিক স্তরে পরিচিত তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) জানিয়েছে, তারা তাদের ৭০ শতাংশ কর্মীকে কোম্পানির লাভের অংশ দেবে। অর্থাৎ নতুন বছর ২০২৪-এর শুরু থেকে বেতনের পাশাপাশি কোম্পানির ৭০ শতাংশ কর্মীর বাড়তি অর্থনৈতিক লাভ হতে চলেছে।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন টিসিএস-এর সিএইচআরও মিলিন্দ লাক্কাদ।

টিসিএস-এর তরফে জানানো হয়েছে, সংস্থার ৭০ শতাংশ কর্মচারী অত্যন্ত দক্ষ। তাই তারা তাদের বেতনের পাশাপাশি কোম্পানির মুনাফার অংশও দেওয়া হবে। সংস্থার বাকি ৩০ শতাংশ কর্মচারীর বেতন নির্ভর করে তাদের ব্যবসা সংক্রান্ত টার্গেট বা পারফরম্যান্সের ওপর।

জানা গেছে, ২০২৩-এর ৩১ ডিসেম্বর শেষ হওয়া তৃতীয় ত্রৈমাসিক থেকেই এই লভ্যাংশ পাবেন কর্মীরা। এর আগেও গত বছরের দুটি ত্রৈমাসিকেও একইভাবে কর্মীদের বেতনবৃদ্ধির কথা জানিয়েছিল টিসিএস।

লাক্কাদ বলেন, "দক্ষ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আমরা বরাবরই প্রতিভার কদর করে থাকি। তাই কর্মীদের এই সুবিধা দেওয়া হচ্ছে।" দীর্ঘদিন ধরে এই রীতি বজায় রেখেছে টিসিএস।

সংস্থার তরফে জানানো হয়েছে, ১১ জানুয়ারি পর্যন্ত চলতি আর্থিক বর্ষে সংস্থার নিট মুনাফা ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। য়ার পরিমাণ ভারতীয় মুদ্রায় ১১ হাজার ৫৮ কোটি। মোট রাজস্ব ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার পরিমাণ ভারতীয় মুদ্রায় ৬০ হাজার ৫৮৩ কোটি।