ভিওএ এক্সক্লুসিভঃ তাইওয়ানের নির্বাচনের আগে শীর্ষ চীনা কূটনীতিক লিউ-ব্লিংকেন বৈঠক

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও ২০২৩ সালের ২ জুলাই বেইজিংয়ে অনুষ্টিত ১১তম বিশ্ব শান্তি ফোরামের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তাইওয়ানের নির্বাচনের একদিন আগে শুক্রবার ওয়াশিংটনে শীর্ষ চীনা কূটনীতিক লিউ জিয়ানচাও'র সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। যুক্তরাষ্ট্র তাইওয়ানের নির্বাচনকেঅস্থিতিশীলতার অজুহাত হিসেবে ব্যবহার না করার জন্য চীনকে সতর্ক করে আসছে।

আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন। নির্বাচনের পরেও বিশ্বের এই দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যকার যোগাযোগ অব্যাহত থাকবে কারণ আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যুক্তরাষ্ট্র ও চীনের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

ব্লিংকেন শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউয়ের সঙ্গে বৈঠক করবেন। লিউ প্রধানত বিদেশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

এই পরিকল্পনার সঙ্গে পরিচিত ব্যক্তিদের মতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইষ্ট এশিয়ান এন্ড প্যাসেফিক এফেয়ার্স-এর শীর্ষ কূটনীতিক ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্ক ঘণ্টাব্যাপী এই বৈঠকে যোগ দেবেন।

আগামী সপ্তাহে, সুইজারল্যান্ডের পার্বত্য অবকাশ নিবাসে অনুষ্ঠিত বার্ষিক অর্থনৈতিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীব্লিংকেন এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং যোগ দেবেন।

এই আলোচনাকে দু’দেশের মধ্যকার উন্মুক্ত যোগাযোগ বজায় রাখার চলমান মাধ্যম হিসাবে বর্ণনা করা হয়েছে যা দায়িত্বশীলভাবে দুই দেশের মধ্যে মতপার্থক্যগুলো নিয়ে কাজ করে এবং বিভিন্ন বিষয় সমাধানের চেষ্টা করে।

এর মধ্যে রয়েছে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগসহ ফেন্টানিল নামের মাদক দ্রব্য সংকট মোকাবেলা। এই বিষয়গুলোর মধ্যে তাইওয়ানও অন্তর্ভুক্ত।

ওয়াশিংটন তাইওয়ানের নির্বাচনে “বহিরাগত হস্তক্ষেপ বা ক্ষতিকারক প্রভাবের” বিরোধিতায় সোচ্চার।

তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে মে মাসের ২০ তারিখে। আসন্ন মাসগুলিতে অন্তর্বর্তী সময়টাকে অত্যন্ত নাজুক হিসাবে দেখা হচ্ছে।