ভারতে পশ্চিমবঙ্গের কলকাতা সফর করছেন ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের প্রবাদপ্রতিম ক্রিকেটার ক্লাইভ লয়েড। বুধবার ১০ জানুয়ারি ভারতীয় সময় সকালে কলকাতায় পৌঁছান তিনি।
২০১৬ সালে টি ২০ ক্রিকেট বিশ্বকাপের সময় এই ক্যারিবিয়ান কিংবদন্তি শেষবার কলকাতায় এসেছিলেন। গায়ানা, লন্ডন, দুবাই হয়ে বুধবার ভারতীয় সময় সকাল সাড়ে ৭টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছান লয়েড।
ক্লাইভ লয়েড বিশ্বকাপ ক্রিকেটের প্রথম দুই সংস্করণের চ্যাম্পিয়ন। ১৯টি টেস্ট শতরানের মালিক তিনি। টেস্টে সর্বাধিক রানের নিরিখে চতুর্থ সেরা ইনিংস খেলেছিলেন কলকাতাতেই।
কলকাতার ইডেন গার্ডেন্সে ১৯৮৩ সালের ১০ ডিসেম্বর শুরু হওয়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে তিনি এই নজির গড়েন। ওডিআই ফরম্যাটে সেই সময়ের বিশ্বসেরা অধিনায়ক কপিল দেবের ভারতকে সেই টেস্টে ইনিংস ও ৪৬ রানে হারিয়েছিল লয়েড-এর ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে ৪২ রানে চার উইকেট হারিয়ে প্রায় হারতে বসা ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছিলেন ক্লাইভ লয়েড।
ভারতের প্রথম ইনিংসে ২৪১ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজকে পৌঁছে দেন ৩৭৭ রানে। লয়েড অপরাজিত ছিলেন ১২টি চারের সাহায্যে ২৯০ বলে অপরাজিত ১৬১ রানের ইনিংস খেলে। এরপর ভারত দ্বিতীয় ইনিংসে মাত্র ৯০ রানে অল আউট হয়ে যায়। ম্যাচের সেরা হন লয়েড।
১২ জানুয়ারি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার পূর্ব সাতগেছিয়া গ্রামে সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি ট্রফির ফাইনালে হাজির থাকবেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্লাইভ লয়েড।
সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুরজিৎ বক্সী লয়েডকে কলকাতায় নিয়ে আসার পরিকল্পনা করেন। পশ্চিমবঙ্গের এক গ্রামের স্কুলের কথা শুনে লয়েডও-ও আসার জন্য উৎসাহী ছিলেন। সুরজিৎ বক্সীর পুত্র সম্মেলন বক্সী বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন লয়েডকে।
তাঁর কথায়, "গ্রামের স্কুলের ৭৫ বছরে আশি ছুঁইছুঁই লয়েড হাজির হচ্ছেন এর চেয়ে গৌরবের কিছু হতেই পারে না। পূর্ব সাতগেছিয়া সংহতির সহযোগিতায় আয়োজিত স্কুলের ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের কাছেও ১২ জানুয়ারি স্মরণীয় হতে চলেছে।"