প্রতিবন্ধী কুস্তিগির বীরেন্দ্র সিং প্যারালিম্পিকে মোট তিনটি সোনা জিতেছেন। দেশকে পদক এনে দিয়েছেন কমনওয়েলথ গেমসে। তারপরেও কেন তিনি খেলরত্ন পুরস্কার পেলেন না, সেই নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছেন তিনি।
মঙ্গলবার ৯ জানুয়ারি দিল্লিতে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু দেশের সফল ক্রীড়াবিদদের হাতে অর্জুন, পদ্মশ্রী ও খেলরত্ন পুরস্কার তুলে দিয়েছেন।
দেশের নামী কুস্তিগির বীরেন্দ্র সিং অভিযোগ করেছেন পুরস্কার মঞ্চে বঞ্চিত হয়েছেন তিনি। অথচ তার মতো সাফল্য অনেকেরই নেই। তিনি অর্জুন, পদ্মশ্রী পেয়েছেন। কিন্তু কেন তিনি খেলরত্ন পেলেন না, সেই নিয়ে মন্তব্য করলেন 'গুঙ্গা পহেলওয়ান' নামে জনপ্রিয় মূক-বধির কুস্তিগির বীরেন্দ্র। তিনি জানিয়েছেন, "আমি কথা বলতে পারি না বলে আমাকে এভাবে বঞ্চিত করা হল।"
হরিয়ানা সরকারও তাকে আট কোটি টাকা থেকে বঞ্চিত করেছে বলেও জানিয়েছেন বীরেন্দ্র। তার বক্তব্য, "একই যাত্রায় পৃথক ফল হলে হতাশা গ্রাস করে, নিজেকে ছোট মনে হয়।"
বীরেন্দ্র এক্স হ্যান্ডেল (পূর্ববর্তী ট্যুইটার)-এ পোস্ট করে ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে।
তিনি লিখেছেন, "আমি দেশের হয়ে অলিম্পিকে পাঁচটি পদক এনেও খেলরত্ন সম্মান থেকে বঞ্চিত হয়েছি। আমার অপরাধ আমি মূক ও বধির। কথা বলে নিজের দাবি জানাতে পারি না।"