ব্লিংকেনের সফরের মধ্যেই পশ্চিম তীরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে

Your browser doesn’t support HTML5

১০ জানুয়ারি বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাৎ করেন। সে সময় পশ্চিম তীরের একটি বিক্ষোভে হাতাহাতি শুরু হয়।

ব্লিংকেনের সফর গাজার জন্য যুদ্ধোত্তর পরিকল্পনায় শাসনের সংস্কার সাধন যা এই অঞ্চলের সহায়তা প্রাপ্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার অংশ। এই যুদ্ধোত্তর পরিকল্পনায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাস্তব কিছু পদক্ষেপ গ্রহণের ব্যাপার অন্তর্ভুক্ত।

সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলের আক্রমণের মনোযোগ দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস এবং গাজার মধ্যাঞ্চলে নির্মিত শরণার্থী শিবিরে স্থানান্তরিত হয়েছে।ইসরাইলের হামলায় ওইসব এলাকায় শত শত মানুষ নিহত হয়েছে। (এপি)