মাঝ আকাশে উড়ে গেল উড়োজাহাজের জানালা

Your browser doesn’t support HTML5

৬ জানুয়ারি শনিবার আলাস্কা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ধাক্কা খেলে সেটির ফিউজলেজের পাশে গর্ত হয়ে যায়।

ঘটনার পর শনিবার ফেডারেল কর্মকর্তারা বোইং ৭৩৭ ম্যাক্স ৯ জেটলাইনারগুলোকে পরিদর্শন না করা পর্যন্ত তাৎক্ষণিকভাবে সেগুলোর উড্ডয়ন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটির পাইলটরা উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করান। উড়োজাহাজটিতে ১৭৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য অক্সিজেন মাস্ক পরিহিত অবস্থায় ছিলেন।

চাপ মুক্ত করা উড়োজাহাজটি ছাড়ার প্রায় ২০ মিনিট পরে পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদের ফিরে আসায় কেউ গুরুতরভাবে আহত হয়নি, তবে এয়ারলাইনটি তার ৬৫ বোইং ৭৩৭ ম্যাক্স ৯ উড়োজাহাজটির উড্ডয়ন স্থগিত করেছে। (এপি)