নিরাপত্তার কারণে বাতিল রামমূর্তি নিয়ে অযোধ্যায় শোভাযাত্রা

উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির।

আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও সেখানে রামের মূর্তি প্রতিষ্ঠা হবে। তার আগে অযোধ্যায় আগামী ১৭ জানুয়ারি একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। যেখানে মন্দির উদ্বোধনের আগেই রামদর্শনের সুযোগ পেতেন হিন্দু ভক্তরা। গোটা শহরে এই মূর্তি নিয়ে পদযাত্রার আয়োজন করেছিল রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট।

কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করল ট্রাস্ট। নিরাপত্তাজনিত কারণেই পদযাত্রা বাতিল ঘোষণা করা হয়েছে বলে, ট্রাস্ট সূত্রে খবর। ট্রাস্ট-এর তরফে জানানো হয়েছে, মাত্রাতিরিক্ত ভিড় থেকে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা রয়েছে। তাই পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

পূর্ব পরিকল্পনা মাফিক ১৭ জানুয়ারী বিশেষ অনুষ্ঠান আযোজন করলে সেখানে রামদর্শনের জন্য কেবলমাত্র স্থানীয়রাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত দূর-দূরান্ত থেকে আসবেন ভক্তরা। ফলে মাত্রাতিরিক্ত ভিড়ের আশঙ্কা করা হচ্ছে।

এতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যে কোনও মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে জানিয়েছেন অযোধ্যার জেলাশাসক। ফলে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই অনুষ্ঠান বাতিলের ঘোষণা করা হয়েছে।

ট্রাস্ট-এর তরফে জানানো হয়েছে ভিড়ের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অযোধ্যা শহর ভ্রমণ বাতিল করে জন্মভূমির প্রাঙ্গনেই রাম মূর্তি নিয়ে শোভাযাত্রা হবে। সেখানে মোতায়েন থাকবেন পর্যাপ্ত নিরাপত্তারক্ষী।

সোমবার ৮ জানুয়ারি এই বিষয়ে কাশীর আচার্য এবং উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট-এর আধিকারিকরা। এরপরই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।