ইউক্রেনকে প্রযুক্তি দিয়ে সহায়তা করতে প্রতিরক্ষা শিল্পকে আহ্বান জানালো হোয়াইট হাউস

ফাইল ছবি—ইউক্রেনের ভলোদিমির জেলেন্সকি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভানকে কিয়েভে স্বাগত জানাচ্ছেন (৪ নভেম্বর, ২০২২)

প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পের নেতৃবৃন্দের সঙ্গে হোয়াইট হাউসের কর্মকর্তারা সোমবার বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সহযোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, এই আলোচনার বিষয় ছিল রাশিয়ার হাত থেকে সুরক্ষা পেতে কীভাবে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক উপকরণ দেওয়া যায়, যেমন ড্রোন অথবা মাইন অপসারণ করার সরঞ্জাম।

হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান শিল্প খাতের বিশেষজ্ঞ ও সরকারী কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত পাঁচ ঘণ্টা ব্যাপী এই বৈঠক সঞ্চালন করেন। বৈঠকে ইউক্রেনকে নতুন প্রযুক্তি দিয়ে রাশিয়ার ড্রোন শনাক্ত ও পালটা হামলা চালানোর সক্ষমতা দেওয়া এবং দেশটির বড় বড় এলাকাকে মাইনমুক্ত করার বিষয়ে আলোচনা হয়। অপরদিকে, ইউক্রেনের জন্য সহায়তা সম্বলিত প্রেসিডেন্ট জো বাইডেনের দশ হাজার কোটি ডলারের প্রস্তাবিত সম্পূরক ত্রাণ প্যাকেজ কংগ্রেসে আটকে আছে।

এর আগে রাশিয়া তাদের শীতকালীন হামলা কৌশল আবার প্রয়োগ করতে শুরু করেছে। তারা সোমবার তাদের সবচেয়ে বড় হাইপারসনিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যবহারে ইউক্রেনের বেশ কয়েকটি এলাকায় হামলা চালায়। যার ফলে অন্তত ৪ জন নিহত ও অপর ৩০ জন আহত হন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের বাহিনী সমুদ্র ও আকাশ থেকে দূর পাল্লার ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। যার মধ্যে আছে কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তাদের ভাষায় তারা ‘ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সের অবকাঠামোর’ ওপর এই হামলা চালায়।

পশ্চিমা কর্মকর্তা ও বিশ্লেষকরা হুশিয়ারি দিয়েছেন, রাশিয়া এই শীত মৌসুমে মূলত ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের ওপর হামলা চালানোর জন্য ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুত করছে। গত শীতে দেশটি ইউক্রেনের অবকাঠামোর ওপর হামলা চালিয়েছিল। এখন পর্যন্ত বেসামরিক এলাকাগুলোতে নিয়মিত হামলা চালিয়েছে রাশিয়া।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।