বাংলাদেশ নির্বাচন: নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান বুধবার

বাংলাদেশের সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার (১০ জানুয়ারি)। স্পিকারের কার্যালয় সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়।

এর আগে, রবিবার (৭ জানুয়ারি) এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯৮ টি আসনের মধ্যে এককভাবে ২২২ আসনে জয়ী হয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেন। জাতীয় পার্টির প্রার্থীরা জয়লাভ করেন ১১টি আসনে।

এছাড়া, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টির তিনজন প্রার্থী নিজ নিজ আসনে জয়লাভ করেছেন। দুটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

বাংলাদেশের ৪৪ টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৮ টি দল নির্বাচনে অংশ নেয়। আর বিএনপিসহ ১৬ টি নিবন্ধিত দল অংশ নেয়নি।

গেজেট প্রকাশ

এদিকে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম জানান, মঙ্গলবার(৯ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জাতীয় পার্টির সংসদ সদস্যরা পরে শপথ নেবেন

এদিকে, জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, তার দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা বুধবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন না।

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু

মঙ্গলবার (৯ জানুয়ারি) তিনি এ কথা জানিয়ে বলেন তার দলের বেশিরভাগ সংসদ সদস্য ঢাকার বাইরে থাকায়, এই অনুষ্ঠানে তারা থাকতে পারছেন না।

“নির্বাচিত সংসদ সদস্যরা তাদের নিজ নিজ এলাকা থেকে ফিরে আসার পর, দলের চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বৈঠক হবে; এর পর আমরা শপথ নেবো;” জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।