ঢাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন, নিহত অন্তত ৪ জন

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের রাজধানী ঢাকার গোপীবাগ এলাকায়, বেনাপোল এক্সপ্রেস নামের একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। আগুনে ট্রেনটির অন্তত ৫টি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এসময় দগ্ধ হয়ে অন্তত চার যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সংস্থাটির সাতটি ইউনিট আগুন নিয়ন্তণে কাজ শুরু করে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের ৫টি বগিতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে পাঁচটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে।

তিনি আরো জানান, বগির ভেতরে থাকা লোজজনকে উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিস এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী আগুন নেভানোর জন্য কাজ করছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে।

এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসীম।

ফায়ার সার্ভিসের আরেক মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ট্রেনটির কয়েকটি বগিতে আগুন দেয় ধরিয়ে দেয়া হয়েছে।

খবর পেয়ে ৯টা ২৫ মিনিটে খিলগাঁও, পোস্তগোলা ও আশপাশের ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।