ভারতের জাতীয় ক্রিকেট (পুরুষ) দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দুই ব্যবসায়িক সহযোগী মিহির দিবাকর ও সৌম্য বিশ্বাসের বিরুদ্ধে ১৫ কোটি টাকা আর্থিক তছরুপের মামলা করেছেন ধোনি। তিনি এই মামলা করেছেন ঝাড়খণ্ডের রাঁচির আদালতে। অভিযুক্ত দু'জনই তার ছোটবেলার বন্ধু।
২০১৭ সালে এম.এস. ধোনির নামে দেশের বিভিন্ন প্রান্তে ক্রিকেট অ্যাকাডেমি গড়ার উদ্যোগ নিয়েছিলেন দিবাকর ও সৌম্য। অ্যাকাডেমি গড়ার কথা বলে ধোনির থেকে ভারতীয় মুদ্রায় ১৫ কোটির চেক নিয়ে সেই অর্থ ব্যাঙ্ক থেকে তুলেও নিয়েছিলেন তারা।
এই কাজটি করার বিষয়ে তদারকি করেছিল অর্ক স্পোর্টস নামে এক ইভেন্ট ম্যানেজমেন্ট। অর্ক স্পোর্টস-এর হয়ে কাজ করছিলেন দিবাকর ও সৌম্য। তারা শেষ পর্যন্ত এই অ্যাকাডেমিও গড়েননি, এমনকী লভ্যাংশও দেননি। এরপর অর্ক স্পোর্টস-এর কাছে ধোনি আইনি চিঠি পাঠালেও সেটি প্রত্যাখ্যান করে তারা।
এম.এস. ধোনির আইনজীবী দয়ানন্দ সিং শুক্রবার ৫ জানুয়ারি আদালতে জানিয়েছেন, "অর্ক স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের তরফ থেকে আমরা প্রতারিত হয়েছি। আমাদের ১৫ কোটি টাকা তছরুপ করা হয়েছে।"