দিল্লিতে কেজরিওয়াল সরকারের 'মহল্লা ক্লিনিক'-এর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ 

মহল্লা ক্লিনিক

ভারতে রাজধানী দিল্লিতে ক্ষমতাসীন হওয়ার পরে রাজ্যবাসীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সে রাজ্যে মহল্লা ক্লিনিক চালু করেছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (আপ) সরকার। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে আপ সরকারের এই মহল্লা ক্লিনিক।

মহল্লা ক্লিনিক-এর বিরুদ্ধে অভিযোগ, দিল্লির জনগণকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য চালু করা এই প্রজেক্টের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে। ভুয়ো রোগীদের নামের তালিকা এমনকি নকল ফোন নম্বর দিয়ে জাল টেস্টের তালিকা তৈরি করে সরকারের কোষাগার থেকে অর্থ লুঠের অভিযোগ উঠেছে।

আপ সরকারের পক্ষ থেকে এমন পরিস্থিতির জন্য মহল্লা ক্লিনিকের সঙ্গে যুক্ত চিকিৎসক এবং নার্সদের একাংশকে দায়ী করেছে আপ সরকার। জালিয়াতি ঠেকাতে প্রতিটি মহল্লা ক্লিনিকে ভিডিও অ্যাপ্লিকেশন সিস্টেম চালু করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী এবং আপ নেতা সৌরভ ভরদ্বাজ।

এই ব্যাপারে এক সাংবাদিক বৈঠক থেকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী এবং আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, “কিছু অসৎ চিকিৎসক জালিয়াতি করেছিলেন। আমরা ২৬ জনকে বরখাস্ত করেছি। এদের মধ্যে রয়েছেন সাত জন চিকিৎসক এবং তাদের সাহায্য করেছিলেন এমন ১৯ জন কর্মী।”

অভিযোগ উঠেছে, ভুয়ো রোগীর তালিকা তৈরি করে তাদের নামে প্রচুর টেস্ট দেখানো হয়েছে। সেই বাবদ সরকারের কোষাগার থেকে বেসরকারি ল্যাবগুলিকে ভারতীয় মুদ্রায় কয়েকশো কোটি দেওয়া হয়েছে। যা শেষ পর্যন্ত আপ নেতৃত্বর কাছেই এসেছে।

২০২২ সালের এই সংক্রান্ত একটি ফাইল দেখতে গিয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার নজরে আসে বিষয়টি। তিনি ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে আপের মহল্লা ক্লিনিকগুলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করতে বলেছেন।