৭ জানুয়ারী বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনে প্রায় দেড় কোটি নবীন ভোটার প্রথমবার ভোট দিতে যাচ্ছেন।
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেও অনেকেই এবারই প্রথম ভোটার হয়েছেন। অনেকেই আবার রয়েছেন যারা ২০১৮ সালের নির্বাচনের সময় প্রথমবারের মতো ভোটার হয়েছিলেন। এবারের ভোট নিয়ে কী ভাবছেন দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ও প্রভাববিস্তারকারী এ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা? ৭ জানুয়ারীর নির্বাচনে কি তারা ভোট দিতে যাবেন? বিএনপি ও সমমনা দলগুলোর নির্বাচন বর্জনের প্রেক্ষাপটে এ নির্বাচন কতটা অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন তারা? নির্বাচন কমিশনের ভূমিকাকেও বা তারা কিভাবে মূল্যায়ন করছেন? এধরণের নানা বিষয় নিয়ে গত ২ জানুয়ারী আমাদের সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় নানা ছাত্রসংগঠনের সমর্থক ও দলনিরপেক্ষ শিক্ষার্থীরা।