দক্ষিণ কোরিয়ার বিরোধী নেতাকে ছুরিকাঘাত, দেখা গেছে প্রত্যক্ষদর্শীর ভিডিও ফুটেজে

Your browser doesn’t support HTML5

১ জানুয়ারি, সোমবার দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের বুসান শহরে সফরকালে সে দেশের বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা লি জে মিয়ুং-এর ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। চিকিৎসার জন্য তাঁকে বিমানে করে এক বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে তাঁর দল ও দমকল বিভাগের কর্মকর্তারা।

এক লাইভস্ট্রিমের ফুটেজে দেখা গেছে, প্রস্তাবিত এক বিমানবন্দরের নির্মাণস্থল পরিদর্শন করার সময় লি-র দিকে হাত প্রসারিত করে ঝাঁপিয়ে পড়ে ওই আততায়ী। তারপর সমর্থক ও সংবাদদাতাদের ভিড়ের মধ্যে পড়ে যান আহত লি।

সংবাদচিত্রে দেখা গেছে, হামলাকারীর বয়স সম্ভবত ৫০ বা ৬০-এর কোঠায়। লি-র নাম লেখা কাগজের টুপি পরেছিল সে।

পুলিশ কর্মকর্তাসহ অনেকে সেই আততায়ীকে দ্রুত ধরে ফেলেন। দৈনিক বুসান ইলবো সূত্রে জানা গেছে, এই হামলার উদ্দেশ্য নিয়ে পুলিশ তাকে প্রশ্ন করলে জবাব দিতে অস্বীকার করছিল সে। (রয়টার্স)