লোকসভা নির্বাচন: মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ কমিটি থেকে বাদ দেশের প্রধান বিচারপতি, মামলা দায়ের সুপ্রিম কোর্টে

মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ কমিটি থেকে বাদ ভারতের প্রধান বিচারপতি, মামলা দায়ের সুপ্রিম কোর্টে।

সম্প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। এই বিষয়ে গত ডিসেম্বর মাসে সংসদের শীতকালীন অধিবেশনে সংসদের দুই কক্ষ - লোকসভা ও রাজ্যসভায় নতুন বিল পাস করিয়ে নিয়েছে কেন্দ্র।

এবার নতুন বছরের শুরুতেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের হল দেশের শীর্ষ আদালতে। এই মামলায় মামলাকারীর বক্তব্য, দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে স্বছতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই কমিশনার নিয়োগের ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে এই কমিটিতে রাখা জরুরি।

সম্প্রতি এই বিষয়ে সংসদে বিল এনে এই কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের এই বিল অবিলম্বে খারিজের আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলাটিতে।

সারা দেশে লোকসভা ভোট পরিচালনা করে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া বা ভারতের নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের কমিটিতে প্রধান বিচারপতিকে না রাখা হলে স্বচ্ছতার বিষয়টি বাধাপ্রাপ্ত হবে, এমনটা বলা হয়েছে দায়ের হওয়া মামলায়।

কয়েক মাস পরেই ভারতে লোকসভা নির্বাচন। আদালত সূত্রে খবর, দেশের শীর্ষ আদালত মামলাটি গ্রহণ করেছে। তবে শুনানির দিন এখনও ধার্য হয়নি।