ভারত জুড়ে জ্বালানি সঙ্কটের আশঙ্কা বাড়ছে। কেন্দ্রীয় সরকারের নতুন ‘হিট অ্যান্ড রান’ আইনের প্রতিবাদে দেশজুড়ে তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন ট্রাক চালকরা।
পেট্রল পাম্পে ট্যাঙ্কারে করে তেল যারা আনেন, সেই ট্যাঙ্কার চালকরাও শামিল হয়েছেন এই ধর্মঘটে। সেইজন্যই সারা দেশে জ্বালানি সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে।
প্রাথমিকভাবে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। তার মধ্যে সরকার পদক্ষেপ না নিলে ধর্মঘট লাগাতার করা হতে পারেও তারা জানিয়েছেন।
সেক্ষেত্রে শুধু পেট্রল বা ডিজেল নয়, দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও দাম বাড়তে পারে।
আগে ‘হিট অ্যান্ড রান’ আইনে ভারতে ২ বছরের সাজা হত। নতুন আইনে তা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। একই সঙ্গে জরিমানার অঙ্ক বাড়িয়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে।
এরই প্রতিবাদে ট্রাক চালকরা মঙ্গলবার ২ জানুয়ারি থেকে টানা ৩ দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন।
আন্দোলনে শামিল হয়েছেন পাম্পে জ্বালানি সরবরাহকারী সারা দেশের কয়েক হাজার ট্যাঙ্কার চালকরাও। আন্দোলনকারীদের ধর্মঘটে যোগ দিয়েছেন বাস চালকদের একাংশও। বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন অংশের অটো চালকরাও যোগ দিয়েছেন এই আন্দোলনে।
আন্দোলনকারীদের বক্তব্য, বহু ক্ষেত্রে চালকদের দোষ থাকে না। তা সত্ত্বেও এই নতুন আইন তাদের শাস্তির মুখে ফেলবে। তারজন্যই এই প্রতিবাদ আন্দোলন।
নতুন বছরের শুরুতেই এই আন্দোলনে সারা ভারতে সাধারণ মানুষ বিপদে পড়েন। তেল ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পেট্রল পাম্পগুলিতে ভিড় বাড়তে থাকে বাইক ও গাড়ির চালকদের।