নরেন্দ্র মোদী: বছরের শুরুতে তামিলনাড়ু সফর, লক্ষ্য আগামী লোকসভা নির্বাচনে দক্ষিণে শক্তিবৃদ্ধি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মঙ্গলবার, বুধবার - ২ ও ৩ জানুয়ারি ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে থাকবেন। এরপর তিনি যাবেন লাক্ষাদ্বীপেও। এই দু' জায়গাতেই প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে।

তামিলনাড়ুতে এবারের সফরে তিনি ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার কোটির প্রকল্পের সূচনা ও উদ্বোধন করবেন। একই সঙ্গে লাক্ষাদ্বীপে সূচনা করবেন ভারতীয় মুদ্রায় দুই হাজার কোটির প্রকল্পের।

ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন-এর পুত্র দয়ানিধির সনাতন ধর্ম বিষয়ে বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে বর্তমানে গোটা দক্ষিণ ভারতে প্রচারে নেমেছে বিজেপি। বিজেপির অভিযোগ স্টালিনের পুত্র হিন্দু ধর্মকে অবমাননা করেছেন। তামিলনাড়ুর রাজ্য বিজেপই-র সভাপতি কে আন্নামালাই এখন রাজ্যে পদযাত্রা করছেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন-এর পুত্র তথা তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রী দয়ানিধি সম্প্রতি হিন্দু ধর্মকে নিকেশ করার ডাক দেন। পরে তিনি অবশ্য যুক্তি দেন তিনি হিন্দু ধর্মের জাতপাতের প্রথা নির্মূল করার ডাক দিয়েছেন।

প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে তামিলনাড়ুর মন্ত্রীদের বলেছেন স্টালিন পুত্রের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে নামতে।

প্রধানমন্ত্রী মোদী দু'দিনের তামিলনাড়ু সফরে তিরুচিরাপল্লিতে অনেকটা সময় কাটাবেন। বিজেপি সেখানে বিশেষ স্বচ্ছতা অভিযান চালাচ্ছে গত দু' দিন ধরে।

দক্ষিণের এই রাজ্যে বিজেপির দীর্ঘদিনের শরিক এআইএডিএমকে-র সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটে গিয়েছে বিজেপির। ফলে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে একাই সেখানে নির্বাচনী লড়াই লড়তে হবে।

তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে নির্বাচনী কর্মসূচি ধীরে ধীরে শুরু করার পর, নরেন্দ্র মোদীর অন্যতম উদ্দেশ্য হল দক্ষিণ ভারতে বিজেপির ক্ষমতা বৃদ্ধি। এইজন্য গত বছর থেকেই তামিল-কাশী সঙ্গম অনুষ্ঠান শুরু করেছে ভারত সরকার।

বারাণসীতে নরেন্দ্র মোদীর উদ্বোধন করা সেই অনুষ্ঠান এখনও চলছে। দক্ষিণ ভারতের সঙ্গে উত্তরের প্রাচীন সম্পর্ক তুলে ধরাই কাশী-তামিল সঙ্গম অনুষ্ঠানের উদ্দেশ্য।

নরেন্দ্র মোদীর আগামী লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর রামেশ্বরম থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মতো মন্ত্রীরাও এবার তামিলনাড়ু থেকে প্রার্থী হতে পারেন। বর্তমানে দু জনেই রাজ্যসভার সদস্য।

নির্মলা সীতারমন প্রধানমন্ত্রীর আগামী দু'দিনের সফরে থাকবেন। তিনি কয়েকদিন যাবৎ তামিলনাড়ুতে মোদী সরকারের 'ভারত বিকশিত যাত্রা'-র কাজ তদারক করছেন।