ভারতে ৫ বছরে ৭০ শতাংশ পরিবারের আয় নিম্নমুখী, ৫৬ শতাংশের আশঙ্কা কাজ হারানোর

চরম আর্থিক অনিশ্চয়তায় ভোগে সংশ্লিষ্ট ভারতের অধিকাংশ পরিবারগুলি।

গত ৫ বছরে ভারতের ৭০ শতাংশ পরিবারের বার্ষিক আয় নিম্নমুখী হয়েছে। দেশের ৫৬ শতাংশ পরিবার প্রতিদিন কাজ হারানোর আশঙ্কায় ভোগেন। চরম আর্থিক অনিশ্চয়তায় ভোগে সংশ্লিষ্ট পরিবারগুলি।

ভারতের নাগরিকদের প্রকৃত আর্থিক অবস্থা জানতে সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা 'রিসার্চ ট্রায়েঙ্গেল ইনস্টিটিউট'-এর সাহায্যে সমীক্ষা চালায় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম।

বর্তমান মোদী সরকারের দাবি, যুক্তরাজ্যকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের জায়গায় পৌঁছেছে ভারত। খুব দ্রুত জার্মানিকে টপকে ভারত চতুর্থ স্থানে পৌঁছবে বলেও দাবি করা হচ্ছে ভারতের কেন্দ্র সরকারের তরফে।

এই দাবির মাঝেই রিসার্চ সংস্থাটি একযোগে ভারতের ২০টি রাজ্যের ১ হাজার ১৭০টি জায়গায় ৩৫ হাজারের বেশি মানুষের মধ্যে সমীক্ষা চালায়।

তারপর এই সমীক্ষায় দাবি করা হয়েছে, ভারতের ৬৫ শতাংশ পরিবারই আর্থিকভাবে দুর্বল। ভারতের ৭৭ শতাংশ মানুষের প্রতি মাসের রোজগার ৩৫ হাজার টাকার কম।

এই সমীক্ষাটিতে আরও জানানো হয়েছে, ভারতের মধ্যে পরিবার পিছু আয়ের নিরিখে শীর্ষে রয়েছে দক্ষিণের রাজ্য কর্ণাটক। সংশ্লিষ্ট রাজ্যে পরিবারগুলির গড় আয় ৩৫ হাজার ৪১১ টাকা।

তবে কোভিড পরবর্তী সময়ে ভারতের মানুষের আর্থিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সমীক্ষক সংস্থা।