বিএনপি: গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি বাড়লো সোমবার পর্যন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ডিসেম্বরের শেষ রাত এবং ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে কঠোর কোনো কর্মসূচি পরিহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

উৎসব উদযাপনে জনগণকে সুযোগ করে দিতে, চলমান গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আরো দুই দিন বাড়িয়ে, সোমবার পর্যন্ত করেছে বিএনপি।

শনিবার (৩০ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

তিনি বলেন, “সারাদেশে আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। আগামীকাল (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিন এবং পরের দিন আগামী বছরের প্রথম দিন...সাধারণত অনেকেই এই দুই দিন ভিন্নভাবে উদযাপন করেন।”

বাংলাদেশের জনগণ আনন্দের মেজাজে এই দিনগুলো উদযাপন করবে, এমন পরিস্থিতি নেই বলে উল্লেখ করেন রিজভী।

“বিএনপি জনগণের স্বার্থ বিবেচনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে;” জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব।

তিনি আরো বলেন, “বাংলাদেশের পরিস্থিতি এখন ভিন্ন... জনগণের মনে আনন্দ নেই; কারণ তারা দেশে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।”