বাংলাদেশ নির্বাচন: শেখ হাসিনা বললেন ‘শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে ষড়যন্ত্র প্রতিহত করুন’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আয়োজিত জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এ আহবান জানান।

শেখ হাসিনা বলেন, “আমি চাই নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক। ৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আমরা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রের সুষ্ঠু জবাব দেবো।”

তিনি আরো বলেন, “এমন জবাব দিতে চাই, যাতে কেউ বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারে।”

আওয়ামী লীগ সভানেত্রী বলেন যে অনেক ষড়যন্ত্র চলছে এবং আন্তর্জাতিক পর্যায়ের অনেকেই এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

তিনি বলেন, “তারা এটা করছেন, কারণ আন্তর্জাতিক পর্যায়ের অনেকে চান যাতে দেশে নির্বাচন না হয়। তারা হয়তো তৃতীয় কাউকে ক্ষমতায় আনতে চান।”

শেখ হাসিনা প্রশ্ন করেন, “তৃতীয় পক্ষ কী করতে পারে? তারা দেশের কোনো উন্নয়ন করতে পারে না। আপনারা দেখেছেন ২০০৭ সালে তারা কী করেছিলো।”

ফিলিস্তিনের হাসপাতালগুলোতে ইসরাইল বোমা হামলা চালাচ্ছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে অ্যাম্বুলেন্স, সাংবাদিক ও পুলিশের ওপর হামলা চালানোর নির্দেশ দিয়ে ঠিক একই কাজ করছেন।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বাংলাদেশে কখনো গ্রহণযোগ্য হবে না।”

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আয়োজিত জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন “যদি আল্লাহ চান এবং আমরা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে পারি, তাহলে লন্ডনে অবস্থান করে দেশের জনগণের ক্ষতি করতে দেয়া হবে না।”

তিনি আরো বলেন, মানুষ হত্যার যে আদেশ দেয়া হচ্ছে, তা মেনে নেয়া হবে না। প্রয়োজনে তাকে সেখান থেকে দেশে এনে শাস্তি দেয়া হবে।

নৌকায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান শেখ হাসিনা। আর, ভোটারদের সকালে ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার অনুরোধ করেন তিনি।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আপনারা সকালে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে বিশ্বকে দেখান, আমরা জানি কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন করতে হয়।”

তিনি বলেন, বিএনপির যেসব নেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করছে, এর দায় তাদেরই নিতে হবে।

শেখ হাসিনা বলেন, “মানুষ হত্যার জন্য অপরাধীরা পরকালেও শাস্তি পাবে।”

বিদেশি হস্তক্ষেপ প্রসঙ্গ

এদিকে, শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আর একটি জনসভায় বক্তৃতা দেন
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই জনসভায় তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে কোনো বিদেশি হস্তক্ষেপ বাংলাদেশ মেনে নেবে না।
নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তাদের একদিন উপযুক্ত শাস্তির মুখোমুখি হতে হবে।”

তিনি আরো বলেন, “আন্তর্জাতিক পর্যায় থেকে কেউ আমাদের বিষয়ে নাক গলাতে এলে, আমরা তা গ্রহণ করবো না। অতীতে বাংলাদেশ এমন কোনো কিছু গ্রহণ করেনি।”

আওয়ামী লীগ সভানেত্রী আরো বলেন যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সেই শক্তিগুলো ব্যর্থ হয়েছিলো।

“আমরা তাদের দেখাবো যে আমরা অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বিজয় অর্জন করতে পারি;” যোগ করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।