ক্যালিফর্নিয়ার উপকূলরেখায় আছড়ে পড়লো বিপুল ঢেউ

Your browser doesn’t support HTML5

২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার বিশাল ঢেউ ক্যালিফর্নিয়ার উপকূলে আঘাত করেছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, আরও খারাপ পরিস্থিতি আসতে পারে।

প্রশান্ত মহাসাগরীয় ঝড় উপকূলরেখা বরাবর ফুলে ফেঁপে ওঠে, যার ফলে ক্যালিফর্নিয়ার উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বন্যা দেখা দেয় এবং এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়।

ভেঞ্চুরা কাউন্টিতে রাস্তার শেষ প্রান্তে সৈকতে সামুদ্রিক তীরে এক সাংঘাতিক ঢেউয়ের আঘাত হানার দৃশ্য ধরা পড়েছে ভিডিওতে। এর ফলে অল্প আহত হয়েছে আট ব্যক্তি এবং তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।