গত দু'টি লোকসভা নির্বাচনে বিজেপি-র স্লোগান ছিল ২০১৪-এ ‘আব কি বার মোদী সরকার’, ২০১৯-এ ‘আব কি বার ৩০০ পার’। আগামী ২০২৪-এর আসন্ন লোকসভা নির্বাচনে তাদের স্লোগান - ‘ফির আয়েগা মোদী’।
এই স্লোগান প্রচারের জন্য ১০ মিনিটের একটি ভিডিও তৈরি করেছে সর্ব ভারতীয় বিজেপির সোশ্যাল মিডিয়া সেল। সেই ভিডিও-র মূল বক্তব্য নরেন্দ্র মোদীর তৃতীয় বার দেশের প্রধানমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা মাত্র।
ভিডিওটিতে হিন্দুত্বের প্রচারের সঙ্গেই যুক্ত করা হয়েছে উন্নয়নকে। ভিডিওর শুরুতেই রয়েছে প্রধানমন্ত্রীর মন্দিরে পুজো দেওয়ার দৃশ্য। অযোধ্যায় নির্মিয়মাণ রাম মন্দির এবং বিভিন্ন মন্দিরে নরেন্দ্র মোদীর পুজো দেওয়ার দৃশ্য।
এরপর পর্যায়ক্রমে এসেছে মোদী সরকারের দু-দফার কাজের বর্ণনা। তাতে অযোধ্যায় রাম মন্দির, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার, তিন তালাক বিরোধী আইনের বিষয় যেমন আছে, তেমনই আছে নানা সামাজিক কল্যাণের কথা।
বিজেপি এবার চারশো আসনে জিতে সংসদ দখলের সংকল্প ঘোষণা করেছে। সেই মতো প্রতিটি রাজ্য থেকে আসন প্রাপ্তির লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে দল। সেই জন্য নতুন স্লোগানের পাশাপাশি ‘আব কি বার, চারশো পার’ স্লোগানও থাকছে।
বিজেপির প্রচার বিশেষজ্ঞদের মতে, আসন নিয়ে প্রত্যাশা প্রচারের পাশাপাশি ভোটারদের মধ্যে এই ধারণা তৈরি জরুরি যে নরেন্দ্র মোদীর তৃতীয় বারের জন্য দিল্লির কুর্সিতে বসা স্রেফ সময়ের অপেক্ষা।
২০২৪-এর স্বাধীনতা দিবসে তিনিই ফের লালকেল্লায় জাতীয় পতাকা তুলবেন। বিজেপির প্রচার ভিডিওটি সেই ভাবনা বিবেচনায় রেখেই তৈরি করা হয়েছে।
ভারতে টানা তিনবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড আছে একমাত্র ভারতের প্রথম প্রধানমন্ত্রী কংগ্রেসের জওহরলাল নেহরুর।