প্রবল বর্ষণের পর ইউরোপের উত্তর ও মধ্যাঞ্চলের নানা অংশ বৃহস্পতিবার বন্যায় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এলবে নদী থেকে চাপ কমাতে এক দশকে এই প্রথম জার্মান শহর ম্যাগদেবুর্গের কাছে একটি বাঁধ খুলে দেওয়া হয়েছে। জার্মানির উত্তরাঞ্চলের এক সাফারি পার্কে কিছু জীবজন্তুকে অন্যত্র সরানো হয়েছে।
চলতি সপ্তাহের বন্যার ফলে জার্মানির উত্তর ও মধ্যাঞ্চলের অনেক অংশের কয়েক হাজার মানুষকে স্থানান্তরিত করতে হয়েছে, তবে বৃহস্পতিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাষ দেওয়া হয়েছে। তারপরও কয়েকটি নদীর জলের স্তর জলস্তর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলে লোয়ার স্যাক্সনি প্রদেশের একাধিক অংশে জলের স্তর বেড়েই চলেছে।
প্রতিবেশী নেদারল্যান্ডস’এ বৃহস্পতিবার সকালের দিকে রাইন নদীর জলের স্তর স্বাভাবিকের চেয়ে অনেক উঁচুতে ছিল; মূলত জার্মান সীমান্তের লোবিথ গ্রামে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে জলের স্তর অনেকটাই নেমে যাবে বলে আশা করা যাচ্ছে। উপচে ওঠা জল সমুদ্রের দিকে অগ্রসর হওয়ায় প্রাকৃতিকভাবে নীচু এই দেশের আশেপাশে থাকা রাইনের শাখা নদীগুলির জলের স্তর বৃহস্পতিবার বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবচেয়ে বেশি আঘাত হানার পূর্বাভাষ থাকায় ডাচ শহর ডেভেন্টারে জরুরি কর্মীরা বালির বস্তা স্তুপ করে রেখেছে এবং বন্যা-প্রস্তুতির জন্য রাস্তাগুলি বন্ধ করে দিয়েছে। সম্প্রতি কয়েক দিনে নদীগুলি উপচে যাওয়ায় নেদারল্যান্ডস’এর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি সমতল ভূমি জলের তলায়।
হাঙ্গেরিতে দানিয়ুব নদী বুদাপেস্টে তীর ছাপিয়ে গেছে এবং বৃহস্পতিবার রাজধানীতে জলের স্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গলে যাওয়া তুষারের প্রভাবকে আরও বাড়িয়ে তুলেছে ভারী বৃষ্টি।
হাঙ্গেরির পশ্চিমাঞ্চলে কিছু ছোট নদীর জল নামতে শুরু করেছে। দানিয়ুব নদীর জলের স্তর ধীরে ধীরে নামবে বলে পূর্বাভাষ দেওয়া হয়েছে।