মমতা বন্দোপাধ্যায়: লোকসভা নির্বাচনে সারা ভারতে 'ইন্ডিয়া জোট' ও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই'

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী বছর ২০২৪-এ লোকসভা ভোটের আগে ভারতের বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিক বিরোধী দলগুলির মধ্যে আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

তার মধ্যেই বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এক কর্মিসভায় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে। আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে।"

তিনি বলেন, “মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে। সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে। অন্য কোনও পার্টি নয়।" তিনি এই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট লোকসভা কেন্দ্রের দেগঙ্গায়, যা সংখ্যাঘু অধ্যুষিত।

আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোটের বাটোয়ারা রুখে দেওয়ার জন্যই মূলত ইন্ডিয়া জোটের প্রধান শরিক দল কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী তৃণমূল তৃণমূল কংগ্রেস।

দেগঙ্গার কর্মিসভায় মমতা বন্দোপাধ্যায় মন্তব্য করেন, "বিজেপির থেকে টাকা নিয়ে যারা ভোট ভাগের চেষ্টা করবে তাদের থেকে সাবধান থাকুন।"