ট্রাম্পঃ কলোরাডোতে ব্যালট রায় প্রদানকারী বিচারক সম্পর্কিত ঘটনার তদন্ত

প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ১৯ ডিসেম্বর, ২০২৩। ফাইল ছবি।

মঙ্গলবার পুলিশ বলেছে, তারা কলোরাডো সুপ্রিম কোর্টের বিচারকদের সাথে ঘটে যাওয়া ঘটনার তদন্ত করছে এবং ডেনভারে তাদের বাড়ির চারপাশে অতিরিক্ত টহলের ব্যবস্থা করেছে। রাজ্যের প্রেসিডেনশিয়াল প্রাইমারি ব্যালট থেকে ডনাল্ড ট্রাম্পকে সরিয়ে দেয়া সংক্রান্ত আদালতের সিদ্ধান্তের পর পুলিশ এ ঘোষণা দেয়।

এক ইমেইলে ডেনভার পুলিশ বিভাগ নিরাপত্তা ও গোপনীয়তার বিবেচনার কথা উল্লেখ করে এবং তদন্ত চলমান থাকায় এ সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

কর্মকর্তারা রিপোর্ট পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় একজন বিচারকের বাড়িতে পৌঁছান কিন্তু পুলিশ বলেছে রিপোর্টটি প্রতারণামূলক বলে মনে হচ্ছে। সেই ঘটনারও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এফবিআই জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাজ করছে।

গত সপ্তাহে ৪-৩ সংখ্যাগরিষ্ঠতায় একটি সিদ্ধান্তে কলোরাডোর সর্বোচ্চ আদালত একটি জেলা আদালতের বিচারকের রায় বাতিল করেছে। ওই রায়ে বলা হয়েছিল ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলায় ট্রাম্প তার ক্ষমতা ব্যবহার করে একটি বিদ্রোহ উস্কে দিয়েছিলেন, কিন্তু সেজন্য তাকে নির্বাচন করা থেকে বিরত রাখা যাবে না। কারণ যুক্তরাষ্ট্রের সংবিধানের বিদ্রোহের ধারাটির মধ্যে প্রেসিডেন্সিও পড়ে কি না তা অস্পষ্ট ছিল।

রাজ্যের সর্বোচ্চ আদালত এই রায়ের সাথে একমত হয়নি। আদালত কলোরাডোর ছয়জন রিপাবলিকান এবং অননুমোদিত ভোটারদের অ্যাটর্নিদের সাথে একমত হন। তারা যুক্তি দেন যে, সংশোধনীর প্রণেতারা যারা প্রাক্তন কনফেডারেটদের ক্ষমতায় ফিরে আসার ভয়ে ছিলেন, সেই প্রণেতারা তাদেরকে নিম্ন আদালত থেকে নিষিদ্ধ করবে কিন্তু দেশের সর্বোচ্চ আদালত থেকে নয়- এমন ভাবাটা অনর্থক।

আদালত ৪ জানুয়ারি পর্যন্ত বা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মামলার রায় না দেয়া পর্যন্ত এর সিদ্ধান্ত স্থগিত করেছে। কলোরাডোর কর্মকর্তারা বলছেন, বিষয়টি অবশ্যই ৫ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা উচিত। ৫ জানুয়ারি রাজ্যের প্রেসিডেনশিয়াল প্রাথমিক ব্যালট ছাপানোর সময়সীমা।