নরেন্দ্র মোদী: ২০২৪-এর লোকসভা নির্বাচনে জিতলে ২ কোটি মহিলাকে 'লাখপতি' বানানোর প্রতিশ্রুতি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার ২৭ ডিসেম্বর মধ্য প্রদেশের একটি ভার্চুয়াল সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘গ্যারান্টি’ দিয়েছেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিতে বিজেপি আবার কেন্দ্রে ক্ষমতায় এলে দেশের ২ কোটি মহিলাকে 'লাখপতি' বানাবে।

এদিন মধ্য প্রদেশে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের একটি সমাবেশে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, “আমার অনেক দিনের স্বপ্ন রয়েছে, স্বয়ম্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ২ কোটি মহিলাকে আমি লাখপতি বানাব।" ২০২৪-এ ক্ষমতায় এলে বিজেপি সেই স্বপ্ন পূরণ করবে বলেও জানান তিনি।

ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকা মহিলাদের কাছে এরপর প্রধানমন্ত্রী যখন জানতে চান, তারা লাখপতি হতে চান কি না, হাত তুলে মহিলাদের সকলেই তার কথায় সম্মতি জানান।

এর আগে ২০১৪ সালে লোকসভা ভোটের প্রচারে দেশবাসীকে বছরে ২ কোটি চাকরির কথা বলেছিলেন বিজেপির সে সময়ের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। বিদেশ থেকে বেনামী অর্থ উদ্ধার করে দেশবাসীর অ্যাকাউন্টে ভারতীয় মুদ্রায় ১৫ লক্ষ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।

বাস্তবে এই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বিরোধীরা অভিযোগ তুলেছেন, আসন্ন লোকসভা ভোটের মুখে ফের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, যার বাস্তবায়ন হবে না।

সদ্য শেষ হওয়া ভারতের পাঁচ রাজ্যের নির্বাচনে ‘মোদী কি গ্যারান্টি’ চালু করেছিল বিজেপি। বিজেপি শিবিরের মতে, নতুন এই কর্মসূচি থেকে পাঁচ রাজ্যের ভোটে ব্যাপক সাফল্য এসেছে। তাই এবার লোকসভা ভোটের প্রচারেও ‘মোদী কি গ্যারান্টি’ কর্মসূচি দেশের সর্বত্র পালনের উদ্যোগ নিচ্ছে বিজেপি শিবির।

বুধবার এই কর্মসূচির অধীনেই মহিলাদের নিয়ে একটি ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই দেশের ২ কোটি মহিলাকে ‘লাখপতি’ বানানোর কথা বলেন প্রধানমন্ত্রী।