মুম্বাই শপিং মলে বিধ্বংসী আগুন, উদ্ধারে তৎপর পুলিশ ও দমকলকর্মী

প্রতীকী ছবি।

বুধবার ২৭ ডিসেম্বর ভারতীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ মুম্বাই শহরের জৈন মন্দির রোডের একটি তিন তলা শপিং মল-এ আচমকা আগুন লেগে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আগুন লাগার সময়ে মল-এর ভিতরে বহু মানুষ ছিলেন। আগুন দেখে আতঙ্কে হুডো়হুড়ি পড়ে যায়। দৌড়ে বাইরে বেরিয়ে আসেন অনেকে। গোটা ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ছ'টি ইঞ্চি ইঞ্জিন। দমকল সূত্রের খবর, শপিং মলের ভিতরে বেশ কয়েক জন আটকে পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত ১৮ জনকে উদ্ধার করতে পেরেছেন দমকল কর্মীরা। ভিতরে আরও কয়েক জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তিন মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয় বার বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটল মুম্বাইয়ের শপিং মল-এ। এর আগে গত ২২ সেপ্টেম্বর যোগেশ্বরী এলাকার একটি শপিং মলে আগুন লেগেছিল।

সেই সময়ে মলের ভেতর আটকে পড়েছিলেন ১৪ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেছিলেন দমকল কর্মীরা।