দিল্লিতে ইসরাইল দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দে তদন্তকারী সংস্থা ও পুলিশ তৎপর

দিল্লির চাণক্যপুরী এলাকায় ইসরাইল-এর দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ায় পুলিশ ও এনআইএ কর্তারা ঘটনাস্থলে পৌঁছায়। ২৬ ডিসেম্বর, ২০২৩।

ভারতের রাজধানী দিল্লিতে ইসরাইল দূতাবাসের কাছেই বিস্ফোরণের শব্দকে ঘিরে মঙ্গলবার ২৬ ডিসেম্বর ভারতীয় সময় সন্ধ্যায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ এবং জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আধিকারিকরা।

ইসরাইল দূতাবাসের পিছনের একটি ফাঁকা জমিতে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ও এনআইএ কর্তারা। বিস্ফোরণের কোনও নমুনা তারা পাননি। হতাহতের কোনও খবরও জানা যায়নি।

দিল্লির চাণক্যপুরী এলাকায় রয়েছে ইসরাইল-এর দূতাবাস। দূতাবাসের পাশে রয়েছে পরিত্যক্ত জমি। সেখানেই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়।

মঙ্গলবার ভারতীয় সময় বিকেলে দিল্লির দমকল দফতরে ফোন করেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। তিনি দূতাবাসের পাশে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে দমকল কর্মীকে টেলিফোনে জানান।

দমকলের তরফে তৎক্ষনাৎ দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনী এবং জাতীয় নিরাপত্তা আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন।

দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, "এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে বিস্ফোরক পাওয়া যায়নি। তবে দূতাবাসের পাশের ফাঁকা জমিতে বিস্ফোরণ জাতীয় কিছু একটা হয়েছে, তা নিশ্চিত।"

ইসরাইল দূতাবাসের তরফেও বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়েছে।