সুইডেনের নেটো সদস্যপদ নিয়ে তুরস্কের সংসদে বিতর্ক

ফাইল-ফিনল্যান্ডের নেটো সদস্যপদ লাভে তুরস্কের আইন প্রণেতাদের অনুমোদনের পর এই ছবিতে দেখা যাচ্ছে তুরস্কের সংসদ চেম্বার। আঙ্কারা , মার্চ ৩০,২০২৩।

সুইডেনের নেটো সদস্য লাভের বিষয়ে মঙ্গলবার আবারও তুরস্কের সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে বিতর্ক শুরু হয়েছে। কয়েকদিন আগে প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান সুইডেনের নেটো সদস্য লাভের সঙ্গে তুরস্কের এফ –সিক্সটিন যুদ্ধ-বিমান কেনার অনুরোধটি যুক্তরাষ্ট্রের অনুমোদন লাভের সঙ্গে সম্পৃক্ত করেছেন।

জুলাই মাসে নেটো সদস্য রাষ্ট্র তুরস্ক , সুইডেনের নেটোতে যোগদানের বিষয়ে তাদের আপত্তি প্রত্যাহার করে নেয় কিন্তু এর অনু-সমর্থন প্রক্রিয়াটি সংসদে আটকে আছে। তুরস্ক সুইডেনকে এই বলে অভিযুক্ত করে যে দেশটি তুরস্কের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না। যেমন কুর্দি জঙ্গি ও অন্যান্য গোষ্ঠী যাদেরকে আংকারা হুমকি বলে মনে করে তাদের বিরুদ্ধে তুরস্কের লড়াইকে সুইডেন কোন গুরুত্ব দিচ্ছে না।

এ মাসে তুরস্ক আরেকটি শর্তের কথা বলে । তারা খোলাখুলি জানায় যে তাদের বর্তমান বিমানবহরকে আরও আধূনিক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেস যদি ৪০টি এফ-সিক্সটিন ফাইটার জেট এবং আনুসঙ্গিক জিনিষপত্র তুরস্কের কাছে বিক্রি করার বিষয়টি অনুমোদন করে তা হলেই তারা সুইডেনের সদস্যপদের প্রস্তাব অনুসমর্থন করবে। তুরস্কের নেতা দুটি আইনই একই সঙ্গে অনুমোদনের আহ্বান জানান এবং আরও বলেন যে কানাডা ও অন্যান্য নেটো মিত্ররাষ্ট্রদের তুরস্কের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করতেই হবে।

তুরস্কের এফ-সিক্সটিন পাবার অনুরোধকে হোয়াইট হাউজ সমর্থন করে কিন্তু তুরস্কের কাছে সামরিক কিছু বিক্রি করার বিষয়ে কংগ্রেসের প্রবল আপত্তি রয়েছে।

সুইডেনের নেটোর সদস্যতা পাবার বিষয়টি গত মাসে তুরস্কের সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে আলোচনা করা হয়। কিন্তু পরে বৈঠকটি মূলতবি করা হয়। এরদোয়ানের ক্ষমতাসীন দলের বিধায়করা এই আলোচনা মূলতবি করার প্রস্তাব উত্থাপন করেন। তাদের যুক্তি ছিল যে কিছু কিছু বিষয়ে আরও পরিস্কার হওয়া প্রয়োজন এবং সুইডেনের সঙ্গে বোঝাপড়াটা এখনো পরিপক্বতা অর্জন করেনি।

এই কমিটির অনুমোদন লাভের পর, সম্পূর্ণ সংসদে তা অনুমোদিত হতে হবে।

এই বিলম্ব নেটোভুক্ত অন্যান্য রাষ্ট্রকে হতাশ করেছে যারা খুব দ্রুতই সুইডেন ও ফিনল্যান্ডকে এই জোটের সদস্য হিসেবে অনুমোদন ;দেয়।