ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জমা রয়েছে দাবিদারহীন বিপুল পরিমাণ অর্থ

প্রতীকী ছবি।

ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পড়ে রয়েছে বিপুল পরিমাণ অর্থ, যার কোনও দাবিদার নেই। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ৪২ হাজার ২৭০ কোটি।

সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অর্থ দফতরের প্রতিমন্ত্রী ভগবত কে করাদের বক্তব্যে উঠে এসেছে এই তথ্য।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সূত্রে খবর, এক দশক বা তার বেশি সময় ধরে কোনও অ্যাকাউন্ট নিস্ক্রিয় হয়ে পড়ে থাকলে সংশ্লিষ্ট গ্রাহককে তলব করা হয়।

তলবে সাড়া না দিলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটিকে দাবিদারহীন হিসেবে চিহ্নিত করে রিজার্ভ ব্যাঙ্ক-এর ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড-এ ট্রান্সফার করে দেওয়া হয়।

২০২২ সালে দেশের বিভিন্ন ব্যাঙ্কে জমা থাকা দাবিহীন অর্থের পরিমাণ ছিল ভারতীয় মুদ্রায় ৩২ হাজার ৯৩৪ কোটি। ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত দাবিহীন ওই অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রায় ৪২ হাজার ২৭২ কোটি টাকা।

অর্থাৎ শেষ এক বছরে ব্যাঙ্কে দাবিহীন জমা অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২৮ শতাংশ।

গত ১৯ ডিসেম্বর সংসদের অধিবেশনে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভগবত কে করাদ ব্যাঙ্কে জমা দাবিদারহীন অর্থের পরিমাণ জানিয়ে বলেন, বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কোন ব্যাঙ্কে এই ধরনের কত অ্যাকাউন্ট রয়েছে তার তালিকা চেয়ে পাঠিয়েছে আরবিআই।

অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী জানিয়েছেন, আইনসম্মতভাবে অ্যাকাউন্টের মালিকের উত্তরসূরির হাতে তুলে দেওয়া হবে জমা থাকা টাকা। তবে এক্ষেত্রে অ্যাকাউন্টের মালিকের উত্তরসূরিকে যাবতীয় প্রমাণ দেখাতে হবে।