যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি বিষয়ক ৮৮,৬০০ কোটি ডলারের প্রস্তাব অনুমোদন করলেন বাইডেন

ফাইল- মিলওয়াকির উইসকন্সিন ব্ল্যাক চেম্বার অফ কমার্সে অর্থনৈতিক কর্মসূচী নিয়ে বক্তব্য রাখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিরক্ষা নীতি বিষয়ক প্রস্তাবে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করলেন। ৮৮,৬০০ কোটি ডলারের রেকর্ড অংকের এই অর্থ বার্ষিক সামরিক ব্যয় ছাড়াও ইউক্রেনকে সহায়তা প্রদান এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের বিরুদ্ধে প্রতিরোধের নীতির জন্য ব্যয় করা হবে।

ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা এনডিএএ নামের এই আইনটি গত সপ্তাহে কংগ্রেস অনুমোদন করে। ডেমক্র্যটিক দল নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের সেনেটে দ্বিদলীয় সমর্থনে এই প্রস্তাবটি ৮৭-১৩ ভোটে পাশ হয়। প্রতিনিধি পরিষদে এটি অনুমোদিত হয় ৩১০-১১৮ ভোটে।

কংগ্রেস প্রতি বছর যে কয়েকটি গুরুত্বপূর্ণ আইন পাশ করে তার মধ্যে অন্যতম এই আইনটি অনেক কিছুর জন্য প্রযোজ্য। সশস্ত্রবাহিনীর সদস্যদের বেতন বৃদ্ধি , জাহাজ ও বিমান ক্রয় থেকে শুরু করে তাইওয়ানের মতো বিদেশী সহযোগীদের সাহায্য করার জন্য এই অর্থ বরাদ্দ হলো।

প্রায় ৩,১০০ পৃষ্ঠঅ দীর্ঘ এই আইনে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ৫.২% বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের নরিাপত্তা বিষয়ক মোট জাতীয় বাজেটে প্রায় ৩% বৃদ্ধি করায় এখন তা ৮৮,৬০০ কোটি ডলারে উন্নীত হলো।

এই প্রস্তাবে ইউক্রেনকে সাহায্য করার জন্য ২০২৬ সালের শেষ অবধি ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্টেন্স ইনিশিয়াটিভ নেয়ার কথা বলা হয়েছে যাতে আগামি বছরের ৩০ শে সেপ্টেম্বর যে অর্থ বছর শেষ হচ্ছে তাতে ৩০ কোটি ডলারের অনুমোদন দেওয়া হয়েছে।

তবে বাইডেন ইউক্রেনকে সাহায্য করতে কংগ্রেসের কাছে যে ৬১০০ কোটি ডলারের অনুমোদন চেয়েছিলেন , এটি তার চেয়ে কম। রিপাবলিকানরা ইউক্রেনকে সহায়তা প্রদানের জন্য এই অর্থ অনুমোদনে অস্বীকৃতি জানায়।