দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রা শুরু করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রে খবর, বৃহস্পতিবার ২১ ডিসেম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে দল প্রাক্তন সভাপতিকে দ্বিতীয় বারের জন্য ভারত জোড়ো যাত্রা শুরু করতে অনুরোধ করে।
দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল দলের সিদ্ধান্তের কথা জানান। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী নতুন বছরের শুরুতেই আগামী জানুয়ারি মাসে দ্বিতীয় দফার ভারত জোড়ো যাত্রায় বের হবেন।
কংগ্রেস সূত্রে খবর, দ্বিতীয় দফার যাত্রায় রাহুল উত্তর-পূর্বে ভারতের কোনও রাজ্য বেছে নেবেন। পার্টির নেতারা সেই মতো আলাপ আলোচনা চালাচ্ছেন।
সম্প্রীতির পাশাপাশি দ্বিতীয় দফায় যাত্রায় রাহুল গান্ধী দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার বার্তা দিতে অরুণাচল প্রদেশের সেই গ্রামগুলির একটি বেছে নিতে পারেন যেগুলি সম্প্রতি চীন নিজেদের দাবি করে নতুন নাম দিয়েছে।
আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন। এই সময়েই রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় থাকবেন।
আগে দলীয় সূত্রে ঠিক ছিল প্রথম দফার ভারত জোড়ো যাত্রায় মতো দ্বিতীয় বারও তিনি চলতি বছরের সেপ্টেম্বরে হাঁটা শুরু করবেন। পরে দু'টি কারণে পরিকল্পনা বদল করা হয়।
রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতৃত্ব পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রচার, প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী মোদীর রাম মন্দির উদ্বোধনের সময়েই এই ভারত জোড়ো যাত্রা করার পরিকল্পনা করা হয়।