তামিলনাড়ুতে বন্যায় শত শত মানুষ আটকা পড়েছে

Your browser doesn’t support HTML5

১৯ ডিসেম্বর মঙ্গলবার প্রবল বৃষ্টিপাতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর বেশ কয়েকটি এলাকা ডুবে গেছে। বৃষ্টিতে রাস্তাগুলো ডুবে গেছে, ট্রেন পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কর্তৃপক্ষকে আটকে পড়াদের উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছে।

প্রবল বর্ষণ এমন এক সময় হলো যখন কিনা রাজ্যটি ঘূর্ণিঝড় মিচাং-এর ফলে হওয়া ক্ষয়ক্ষতি রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি। মিচাং এই মাসে রাজ্যটির উপকূলে আঘাত হানে। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

ড্রোন ফুটেজে থুথুকুডির ব্যাপক বন্যা দেখা যাচ্ছে । সেখানে বন্যার পানিতে বিস্তীর্ণ জমি তলিয়ে গেছে এবং অনেক রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। (রয়টার্স)